চীনের উন্নয়ন পর্তুগিজভাষী দেশগুলোর জন্য নতুন সুযোগ খুলছে

ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন শুধু দেশের অভ্যন্তরীণ রূপান্তর নয়, এটি পর্তুগিজভাষী দেশগুলোর জন্যও নতুন সহযোগিতার সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন পর্তুগাল-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি-জেনারেল বার্নার্দো মেন্ডিয়া।

বার্নার্দো মেন্ডিয়া বলেন, চীনের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রমাণ করছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও সফলভাবে এগোচ্ছে এবং একই সঙ্গে তার অর্থনৈতিক রূপান্তরকে আরও শক্তিশালী করছে।

তিনি আরও জানান, চীন এখন শুধু উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছে না, বরং গুণগত উন্নয়নের দিকে মনোনিবেশ করছে। ‘বিশ্বের কারখানা’ থেকে চীন এখন উদ্ভাবনভিত্তিক, টেকসই এবং ভোক্তা-কেন্দ্রিক অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে। এর ফলে উন্নত সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং স্থিতিশীল বাণিজ্য বৃদ্ধি পাবে।

মেন্ডিয়া বলেন, চীনের এই রূপান্তর কেবল দেশের অর্থনীতিই বদলাচ্ছে না, বরং তার বৈশ্বিক অংশীদারিত্বকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

সূত্র: সিএমজি

china