চীনের তৈরি এজি৬০০ উভচর বিমানের কার্যকারিতা সফল পরীক্ষা

চীনের তৈরি উন্নত এজি৬০০ নামের বড় আকারের উভচর বিমানটি অগ্নি নির্বাপক কার্যকারিতার সনদ অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিমানটির উন্নয়নকারী এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না (এভিআইসি) জানিয়েছে, উচ্চ তাপমাত্রা সহনশীলতার ওপর চালানো দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটি সফল হয়েছে।

এই পরীক্ষায় অতিরিক্ত তাপমাত্রা শনাক্তকরণ এবং বিমানটির ইঞ্জিন নজলের তাপমাত্রা সীমার মধ্যে আছে কিনা তা যাচাই করা হয়েছে।

এজি৬০০ বিমানটি বনাঞ্চলে অগ্নি নির্বাপন এবং পানিতে উদ্ধার অভিযানের জরুরি প্রয়োজন মেটাবে।

অগ্নি নির্বাপক অভিযানে এটি মাত্র ২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করতে পারে এবং পানি ও আগুনের মধ্যে একাধিকবার যাতায়াত করে কার্যকরভাবে আগুন নেভাতে সক্ষম।

পানিতে উদ্ধার অভিযানে বিমানটি পানির মাত্র ৫০ মিটার উপর দিয়ে উড়তে পারে। প্রতিবারে ৫০ জন লোককে উদ্ধার করতে পারে এটি।

সূত্র: সিএমজি

china