সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি ক্ষুদ্রাকৃতির একটি থ্রিডি-প্রিন্টেড টার্বোজেট ইঞ্জিনের প্রথম ফ্লাইট পরীক্ষা সফল হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অব চায়না (এইসিসি)।
পরীক্ষায় এই ইঞ্জিন একটি টার্গেট ড্রোনকে ৩০ মিনিট আকাশে উড়িয়েছে। ড্রোনটি ছয় হাজার মিটার উচ্চতায় পৌঁছায় এবং সর্বোচ্চ ‘মাক ০.৭৫’ গতিতে উড়ে। পুরো সময়েই ইঞ্জিন স্থির ও স্বাভাবিকভাবে কাজ করেছে।
এর আগে, চলতি বছরের জুলাইতে এই ইঞ্জিনের প্রথম ক্যাপটিভ-ক্যারি ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়। নতুন পরীক্ষা ইঞ্জিনটির উচ্চতর আকাশে স্থিতিশীলতা, জটিল পরিবেশে কর্মক্ষমতা এবং উড়োজাহাজের সঙ্গে সামঞ্জস্য আরও পরিষ্কারভাবে প্রমাণ করেছে।
এটি চীনের প্রথম ক্ষুদ্রাকৃতির টার্বোজেট ইঞ্জিন, যার প্রধান অংশ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি এবং যার থ্রাস্ট ক্ষমতা ১৬০ কিলোগ্রাম-শ্রেণির।
ইঞ্জিনের মোট ওজনের প্রায় তিন-চতুর্থাংশ যেসব অংশ দিয়ে তৈরি—তার সবই থ্রিডি-প্রিন্টেড। এতে যন্ত্রাংশের সংখ্যা কমেছে, ইঞ্জিন হালকা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়েছে।
এইসিসি জানায়, এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও উচ্চতর আকাশে এবং আরও বেশি গতির ফ্লাইট পরীক্ষার ভিত্তি তৈরি করেছে।