চীনের লিয়াওনিংয়ের দ্বীপে বেড়েছে স্পটেড সিল

শীতের হাত থেকে বাঁচতে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান স্পটেড সিল ন্যাশনাল নেচার রিজার্ভে এসেছে ৫০টিরও বেশি স্পটেড সিল। আসন্ন তীব্র শীতে একটুখানি উষ্ণতার জন্য তারা এখন অস্থায়ী আবাস গড়েছে লিয়াওতোং বে’তে।

সাধারণত প্রতি বছর অক্টোবরের থেকে নভেম্বরের মধ্যে লিয়াওতোং উপসাগরে স্থানান্তরিত হয় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী স্পটেড সিল। প্রত্যেক মৌসুমে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে এই অঞ্চলে বিশ্রাম ও বংশবৃদ্ধির জন্য পাড়ি জমায় ১০০টিরও বেশি স্পটেড সিল।

তালিয়ান রিজার্ভের প্রাণকেন্দ্র বলা হয় হুপিং দ্বীপকে। অঞ্চলটি স্পটেড সিলের একটি অন্যতম সাময়িক আবাস।

শীত পুরোপুরি জেঁকে না বসতেই সেখানে এসে রোদ পোহাতে দেখা গেছে নাদুসনুদুস শরীর ও বড় বড় চোখওয়ালা অন্তত ৫০টি সিলকে। শীত বাড়তে থাকলে সংখ্যাটিও বাড়বে।

তালিয়ানের সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সিলরা শুধু শীত থেকে বাঁচতেই রোদ পোহায় না। এ প্রক্রিয়ায় তাদের শরীরে থাকা বিভিন্ন জীবাণুও মারা যায়। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

শীতের সময় তালিয়ান রিজার্ভের সিলগুলোকে দেখা যায় সাঁতার কাটতে আর মাছ ধরতে। অবশ্য তাদের পছন্দের খাবারের তালিকায় কাঁকড়াসহ নানা ধরনের চিংড়ি জাতীয় প্রাণীও আছে।

প্রতিবছরই লিয়াওতোং বে’তে স্পটেড সিলের সংখ্যা বাড়ছে। স্থানীয় একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে এখানে সিল এসেছিল ১৮১টি, ২০২২ সালে এসেছিল ২৫৩টি। গতবছরও এখানে অভিবাসী স্পডেট সিল ছিল ৩০২টি। তাদের চলাচল ও অভিবাসনের তথ্য জানতে গবেষকরা কিছু সিলের গায়ে জুড়ে দিয়েছেন ট্র্যাকার ডিভাইস। বিপদে পড়া কিছু সিলকে উদ্ধার করে প্রজননের জন্য তারা তৈরি করেছেন কৃত্রিম প্রজননের ব্যবস্থাও।

সূত্র: সিএমজি

chinanaturesealife