ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ -এর প্রদর্শনী, দর্শকদের জন্য উন্মুক্ত

ঢাকা, নভেম্বর ১৩, সিএমজি বাংলা: বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ -এর প্রদর্শনী। আগামী ১৭ নভেম্বর, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, বাড়ি ৩৬৫/৪, লেন ৬, বারিধারা ডিওএইচএস-এ।

আয়োজকরা জানান, প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীরা বিনামূল্যে নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করা যাবে https://forms.gle/rutSJv1g8gPxyS4o9 এই গুগল ফর্মটি পূরণের মাধ্যমে।

সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের প্রাকৃতিক পরিবেশে বিরল প্রজাতির তুষার চিতা এবং মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের গল্প নিয়ে চীনা ভাষায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ওয়ানমা সিদান, যিনি সিচাংয়ের সংস্কৃতি ও জীবনের গভীরতা তুলে ধরার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত।

‘স্নো লেপার্ড’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে প্রকৃতি, নৈতিকতা ও সহাবস্থানের এক সংবেদনশীল কাহিনি, যা দর্শকদের মানুষ ও প্রাণীর মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এর পাশাপাশি, চলচ্চিত্রটি আধুনিক সিচাংয়ের সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রারও এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি তুলে ধরে।

এই প্রদর্শনী চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কূটনীতিক, চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনটি চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতা ও বোঝাপড়াকে আরও গভীর করার এক অনন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।