থিয়েনআনমেন স্কোয়ারের আকাশে মুক্ত হলো ৮০ হাজার ঘুঘু

চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে বুধবার বিজয় দিবসের সমাপ্তিতে রাজধানী বেইজিংয়ের থিয়ানআনমেন স্কোয়ারের আকাশে ছেড়ে দেওয়া হয় ৮০ হাজার ঘুঘু। ৮০ হাজার বেলুনও উড়েছে সেইসঙ্গে।

এ সময় উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট সি চিনপিং। স্কোয়ারজুড়ে দেশপ্রেমের গান ‘ওড টু দ্য মাদারল্যান্ড’ ধ্বনিত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশাল সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চীনের জাপানবিরোধী সংগ্রামে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর নানা বাহিনী ও আধুনিক অস্ত্রশস্ত্র।

সূত্র: সিএমজি