ফেনীতে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো চীনা দূতাবাস

আগস্ট ২৫, সিএমজি বাংলা: ‘বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালে দেশটির সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের বন্যা-দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে এই উপহারটুকু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকাও আমাদের দায়িত্ব।’ ২৫ আগস্ট রোববার বেলা ২টায় ফেনী জেলার জিএ একাডেমী প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে এ কথা বলেন চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন। চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনায়ের (এবকা) উদ্যোগে এই আয়োজন করা হয়।

লিউ ইউইন বলেন, ‘চীনের জনগণের পক্ষ থেকে আমরা বাংলাদেশের দুস্থ মানুষকে যা দিয়েছি, তা কোনো সাহায্য নয়, এটি ভালোবাসার নিদর্শন। এটি দুই দেশের মধ্যে আস্থার সম্পর্কের প্রতিফলন।’

ডেপুটি মিশন চিফ আরও বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ-চীনের সম্পর্ক অনেক উঁচুতে। শত বছরের এই সম্পর্ককে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনায় (এবকা)-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাহাবুল হক, চীনা দূতাবাসের অতিরিক্ত পরিচালক লি জিয়ান, কালচারাল অ্যাটাশে সান কাং নিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক ড. ইয়াং হুই প্রমুখ।

চীনা দূতাবাস ফেনী ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার মানুষের মধ্যে রান্না করা এবং শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। প্রথম দফায় রান্না করা এবং দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ করা হবে।

chinaচীনচীনা দূতাবাস