ভবিষ্যৎ মহাকাশ অভিযাত্রীদের দক্ষ করে গড়ে তুলতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কুল অব স্পেস এক্সপ্লোরেশন’ চালু করছে চীন। সোমবার দেশটির ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে স্কুলটির।
নতুন এই স্কুলে অ্যারোনটিক্স থেকে শুরু করে প্ল্যানেটারি সায়েন্স বা গ্রহ বিজ্ঞান পর্যন্ত মোট ১৪টি ভিন্ন ভিন্ন বিষয়ের সমন্বয়ে একটি আন্তঃডিসিপ্লিনারি পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান ৯৭টি কোর্সের পাশাপাশি নতুন করে আরও ২২টি প্রধান কোর্স যুক্ত করা হয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে বাস্তব জীবনের প্রয়োগের সমন্বয় ঘটানো হয়েছে।
শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য বেইজিংয়ের হুয়াইরো সায়েন্স সিটিতে তিনটি প্রধান গবেষণা প্ল্যাটফর্ম এবং ছয়টি বিশেষায়িত প্রশিক্ষণ ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, আনম্যান্ড স্পেস প্যাট্রোল সিমুলেশন, স্যাটেলাইট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া এবং মহাকাশ ও ভূমির মধ্যে সমন্বিত উদ্ভাবনী পরীক্ষা ব্যবস্থা।
স্কুলটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর ‘ডুয়াল মেন্টর’ ব্যবস্থা। এখানে শিক্ষার্থীরা একই সাথে শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং প্রধান প্রকৌশলীদের তত্ত্বাবধানে শিক্ষালাভ করবেন।
সূত্র: সিএমজি