রণতরী থেকে সফল ই-ক্যাটাপল্ট উৎক্ষেপণ চীনে

চীনের বিমানবাহী রণতরী ‘ফুচিয়ান’-এ সফলভাবে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সহায়ক উৎক্ষেপণ এবং অবতরণের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় ‘জে-১৫টি’, জে-৩৫’ মডেলের বিমানগুলো অংশ নেয়। সোমবার চীনের নৌবাহিনী এসব তথ্য জানিয়েছে।

ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি যা বিমানবাহী রণতরী থেকে দ্রুত বিমান উড্ডয়নে সহায়তা করে। এই প্রযুক্তিতে বিমানকে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় গতিবেগ দিতে বিদ্যুৎ-চৌম্বকীয় শক্তি ব্যবহার করা হয়।

এই সাফল্যের ফলে ‘ফুচিয়ান’ বিমানবাহী রণতরী প্রাথমিক পূর্ণ-ডেক অপারেশনাল সক্ষমতা অর্জন করেছে।

সূত্র: সিএমজি