শূন্য-বর্জ্যের সেরা ২০ শহরে চীনের হাংচৌ

জাতিসংঘের শীর্ষ ২০ শূন্য-বর্জ্যের শহরের তালিকায় স্থান পেয়েছে চীনের হাংচৌ। জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট’ বিষয়ক উপদেষ্টা বোর্ডের আওতায় নির্বাচিত শহরটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী।

হাংচৌ পৌর পরিবেশ ও প্রতিবেশ ব্যুরো জানায়, বোর্ডের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে—জিরো-ওয়েস্ট নগর গঠনে দৃঢ় অঙ্গীকার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী সমাধানের কারণে হাংচৌর আবেদন বিশেষভাবে নজর কেড়েছে।

বার্ষিক দুই ট্রিলিয়ন ইউয়ানের বেশি অর্থনৈতিক উৎপাদন ও ১ কোটি ২৬ লাখের বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও শহরটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদ পুনঃব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে হাংচৌতে পৌর বর্জ্যের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। এ সময় মাথাপিছু দৈনিক বর্জ্য উৎপাদন ১ দশমিক শূন্য ৬ কেজি থেকে কমে দশমিক ৯৯ কেজিতে নেমেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে বর্জ্য শ্রেণিবিন্যাস ও সম্পদ ব্যবহারে ‘ডিজিটাল বুদ্ধিমত্তা’র সমন্বিত প্রয়োগ। শহরের স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্মটি রিয়েল-টাইমে যুক্ত রয়েছে ৭,৩৬১টি বর্জ্য সংগ্রহ কেন্দ্র, ১,৭৮০টি পরিবহন যান, ৯টি বর্জ্য দাহ কেন্দ্র ও ১১টি খাদ্য বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনার সঙ্গে।

জাতিসংঘ জানায়, আগামী ৩০ মার্চ আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস উপলক্ষে হাংচৌর উদাহরণটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং নাইরোবি ও নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হবে।

সূত্র: সিএমজি

chinahangzhouwaste management