সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র

FacebookTwitterEmailShare

চীনের বসন্তকালীন চাষাবাদের মৌসুম সামনে রেখে সিছুয়ান প্রদেশের পেং’আন কাউন্টির মুবা টাউনশিপের ছাংফেং কৃষি সেবা কেন্দ্রের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তারা একটি আধুনিক চারা কেন্দ্রের মাধ্যমে ভুট্টা, মরিচ ও ধানের চারা উৎপাদন করছেন।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এটি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করতে পারে। প্রতিদিন চারার ৮ হাজার ট্রে উৎপাদনের ক্ষমতা থাকায় এটি আশপাশের এক হাজার হেক্টর কৃষিজমির চাহিদা মেটাতে সক্ষম।

Smart seedling center China
Smart seedling center China


স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পেং’আনে স্মার্ট চারা কেন্দ্রের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এখানে ধান ও সবজির জন্য আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, বাজার চাহিদার ভিত্তিতে বিশেষ চাষাবাদ প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বেড়েছে।

সূত্র: সিএমজি

agricultureagriculture tipschina