Site icon Mati News

হাইনানে ভার্চুয়াল রিয়েলিটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন

চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে উদ্বোধন করা হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং গবেষণা কেন্দ্র। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার সুযোগ তৈরি হবে।

এই কেন্দ্রটিতে রয়েছে- একটি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) শিক্ষাদান ও গবেষণা অফিস এবং একটি রিয়েল-সিন ডিজিটাল টুইন কমান্ড সেন্টার।

হাইনান ইন্সটিটিউট অফ সায়েন্স এবং বেইহাং বিশ্ববিদ্যালয়ের স্টেট কী ল্যাবরেটরি অফ ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি অ্যান্ড সিস্টেমস যৌথভাবে এই কেন্দ্রটি নির্মাণ করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে প্রতিভা বিকাশ এবং শিল্প উন্নয়নে একীভূত করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছে চীন।

কেন্দ্রের পরিচালক চেং বিং বলেন, আমরা শিল্প-বিশ্ববিদ্যালয়-গবেষণা-ব্যবহারিক সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতেই এ কেন্দ্র নির্মাণ করেছি। বৈজ্ঞানিক গবেষণা বৃদ্ধি এবং হাইনান ফ্রি ট্রেড পোর্টের জন্য বুদ্ধিবৃত্তিক সমর্থন এবং প্রযুক্তিগত সহায়তা করবে এই গবেষণা কেন্দ্র।

Exit mobile version