হিউম্যানয়েড রোবট গেমসের উদ্বোধন বেইজিংয়ে

২০২৫ সালের বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হয়েছে, যেখানে মানবাকৃতি রোবটের বুদ্ধিমত্তার সর্বাধুনিক অগ্রগতি প্রদর্শিত হয়েছে।

এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ ১৬টি দেশ থেকে ২৮০টি দল শুক্রবার থেকে রোববার পর্যন্ত ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে ২৬টি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টগুলোর মধ্যে থাকবে দৌড়, লং জাম্প, ফ্রি এক্সারসাইজ ও নানা ক্রীড়া চ্যালেঞ্জের পাশাপাশি দক্ষতা নির্ভর কাজ।

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পরিকল্পনা ও নকশায় ‘রোবট শো’ উদ্বোধনী অনুষ্ঠানে চমক সৃষ্টি করেছে। রোবটকে প্রধান চরিত্র হিসেবে তুলে ধরার এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন সিএমজি বিভাগের জ্ঞান ও প্রচেষ্টা একত্রিত হয়েছে।

‘আইডিয়া + আর্ট + টেকনোলজি’ ধারণাকে সামনে রেখে, এতে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির অপেরা ও মার্শাল আর্টের উপাদানগুলোও রোবট প্রযুক্তির সঙ্গে রাখা হয়েছে।

সূত্র: সিএমজি