জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৫ সালে বছরওয়ারি ভিত্তিতে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সরকার নির্ধারিত প্রায় ৫ শতাংশ বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করেছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্যে এ কথা জানানো হয়।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) প্রধান খাং ইয়ি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জটিল অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিবেশ সত্ত্বেও চাপের মধ্যেই চীনের অর্থনীতি এগিয়ে গেছে এবং উচ্চমানের উন্নয়নে নতুন অগ্রগতি অর্জন করেছে।
খাং ইয়ি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৫ সালে চীনের জিডিপি দাঁড়িয়েছে ১৪০.১৮৭৯ ট্রিলিয়ন ইউয়ান, যা স্থির মূল্যে আগের বছরের তুলনায় ৫.০ শতাংশ বেশি। শিল্পভিত্তিক হিসাবে, প্রাথমিক শিল্পের মূল্য সংযোজন ছিল ৯.৩৩ ট্রিলিয়ন ইউয়ান, যা ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে; দ্বিতীয় শিল্পের মূল্য সংযোজন ছিল ৪৯.৯৭ ট্রিলিয়ন ইউয়ান, বৃদ্ধি ৪.৫ শতাংশ; এবং তৃতীয় শিল্পের মূল্য সংযোজন ছিল ৮০.৮৯ ট্রিলিয়ন ইউয়ান, যা ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
খাং ইয়ি আরও বলেন, ২০২৫ সালে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্য ও কাজগুলো সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে, যার মাধ্যমে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি উল্লেখ করেন, বৈদেশিক পরিবেশের আকস্মিক পরিবর্তন এবং অভ্যন্তরীণ সমস্যার চাপের মুখে চীন আরও সক্রিয় ও কার্যকর সামষ্টিক নীতি গ্রহণ করেছে। এসব নীতি প্রতিকূল বৈদেশিক ধাক্কা সামাল দিতে এবং প্রতিকূলতার মধ্যেও উন্নয়নের ভিত্তি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।