পর্ব–৩ : প্রতিযোগিতার আগুন
“সে অভিনয় জানে,” মাহি বলল।
“আমরা জানি না।”
সাদিয়া উত্তর দিল,
“কিন্তু সে গল্প বানাতে জানে।”
দুজনের চোখে এবার একই সংকল্প।
এক টিভি গসিপ শিরোনাম—
‘তারকা ফারিণের প্রেম: অতীত কি ফিরে আসছে?’
ফারিণ আলমকে বলল,
“তোমার অতীত আমার বর্তমান নষ্ট করছে।”
আলম চুপ।
“চুপ থাকা মানেই পাশে না থাকা,” ফারিণ ধীরে বলল।
সাদিয়া ফোনে বলল,
“ফারিণ খুব দ্রুত জায়গা দখল করেছে।”
মাহি শান্ত গলায় বলল,
“জায়গা না—মানুষ।”
“তাহলে মানুষটাই সরাতে হবে,” সাদিয়া বলল।
শেষ দৃশ্য—
ফারিণ আয়নার সামনে দাঁড়িয়ে।
মেকআপ খুলছে।
“আমি কি চরিত্র, না মানুষ?”
সে নিজেকে জিজ্ঞেস করে।
দূরে আলম দাঁড়িয়ে—
তিন রেখার মাঝখানে আটকে।