Default নির্বাচনী প্রচারে সমর্থকদের দেশে পাঠাচ্ছে মালয়েশিয়া বিএনপি By abc on Nov 16, 2018 মালয়েশিয়া বিএনপিআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার চালাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া বিএনপি।স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে কার্যকরী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।বাদলুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে কয়েক হাজার প্রবাসী দেশে গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য কুয়ালালামপুর, পেনাং, জোহরবারু, কেদাহ, কেমরুং হাইল্যান্ড, মালাক্কা, পাহাংসহ বিভিন্ন প্রদেশ থেকে আগ্রহী প্রবাসীরা এরই মাঝেই বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানান বাদলুর। বিএনপির এই নেতা জানান, যে প্রবাসীরা দেশে যাবেন, তাঁদের সবার তালিকা তৈরি করা হচ্ছে। এ প্রচারাভিযান চালাতে উপকমিটি গঠন করা হবে। যাঁরা সশরীরে বাংলাদেশে যেতে পারবেন না, তাঁরা মালয়েশিয়ায় থেকেই নিজ এলাকার ধানের শীষ প্রার্থীর জন্য তহবিল পাঠাবেন। এবং ফোনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পাড়া-প্রতিবেশীর কাছে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করবেন। আত্মীয়স্বজন ও মানুষকে উদ্বুদ্ধ করবেন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য। উপকমিটিগুলো প্রবাসে আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা রুখতেও সোচ্চার ভূমিকা রাখবে বলে জানান বাদলুর রহমান।বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজি জাকিরুল ইসলাম, আবদুল জলিল লিটন, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সদস্য টিপু সুলতান, মালয়েশিয়া যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রমজান আলী, নাজমুল হাসান, বুকিত বিনতাং বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি মোহাম্মদ শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমন সাঈদ, মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। Post Views: 2,115 Related posts: তিন ফুল- অ্যাক্রিলিক পেইন্টিং বিশ্বকাপের বোধনে তাল কাটলেন পপস্টার রবি উইলিয়ামস! মেজ সন্তান সবচেয়ে বুদ্ধিমান! তালাক কার্যকরের আগে সংবাদকর্মীদের জন্য ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা ফেসবুক থেকে : ৫৫ বছর পর কোনো নারী ফিজিক্সে নোবেল পেলেন লন্ডনে আজমল আলীর স্মরণে শোকসভা মেলবোর্নে বাংলা স্কুলের যুগ পূর্তি পালন অবৈধ অভিবাসী হলে আশ্রয়ের আবেদন করা যাবে না যুক্তরাষ্ট্রে প্রবেশকালে ৬ বাংলাদেশি আটক নিউইয়র্কে তরুণ রাজনীতিবিদ জাহাঙ্গীরকে সংবর্ধনা আইসিস জঙ্গিদের থেকে রেহাই পাওয়া এক নারীর অভিজ্ঞতা ময়মনসিংহের খবর : ৭০০ টাকার জন্য মাথা বিচ্ছিন্ন করা হয় ভ্যানচালকের মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা! ব্যায়াম করুন, গর্ভের সন্তান মুটিয়ে যাবে না Compared – Swift Programs For cherryblossoms.com Effective Methods Of extra essay – The Options An Update On Convenient Methods For kibin reviewingwriting Clarifying Effective essay review service reviewingwriting Programs A Guide To Real-World Advice For speedypaper reviewingwriting