অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের জন্য ৫০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর

FacebookTwitterEmailShare

অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের জন্য ৫০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর

পদার্থবিজ্ঞান

  1. আলোক তরঙ্গের প্রকৃতি কেমন?
    উত্তর: দ্বৈত প্রকৃতির (কণা ও তরঙ্গ)
  2. নিউটনের প্রথম গতি সূত্র কী বোঝায়?
    উত্তর: কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু স্থির বা সরলরেখায় সমবেগে চলতে থাকবে
  3. মানুষের শ্রবণযোগ্য শব্দের পরিসীমা কত?
    উত্তর: ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ
  4. কোনটি জড়তা নির্দেশ করে?
    উত্তর: চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনে চলে যায়
  5. কোন গ্যাস সবচেয়ে হালকা?
    উত্তর: হাইড্রোজেন

রসায়ন

  1. পানি কোন ধরনের যৌগ?
    উত্তর: যৌগিক পদার্থ
  2. কোন পদার্থটি জারণ-বিজারণ বিক্রিয়ায় অংশ নেয়?
    উত্তর: অক্সিজেন
  3. ক্ষারীয় দ্রবণ লিটমাস কাগজের রঙ কী পরিবর্তন করে?
    উত্তর: লাল লিটমাসকে নীল করে
  4. সাবান কোন রাসায়নিক শ্রেণির অন্তর্ভুক্ত?
    উত্তর: লবণ
  5. পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
    উত্তর: প্রায় ৭৮%

জীববিজ্ঞান

  1. কোন অঙ্গটি দেহের নিয়ন্ত্রণকেন্দ্র?
    উত্তর: মস্তিষ্ক
  2. গাছের খাদ্য তৈরি হয় কোন অঙ্গে?
    উত্তর: পাতায়
  3. রক্তে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান?
    উত্তর: হিমোগ্লোবিন
  4. মানবদেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
    উত্তর: চামড়া
  5. কোনটি জীবাণু দ্বারা সংক্রমিত রোগ?
    উত্তর: যক্ষ্মা

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান

  1. ওজোন স্তর কীভাবে আমাদের রক্ষা করে?
    উত্তর: ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে
  2. সবুজ গৃহ প্রভাব সৃষ্টি করে কোন গ্যাস?
    উত্তর: কার্বন ডাই অক্সাইড
  3. মৃত্তিকার প্রধান উপাদান কোনটি?
    উত্তর: বালু, কাদা ও কণিকাময় পদার্থ
  4. পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি?
    উত্তর: প্রশান্ত মহাসাগর
  5. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি?
    উত্তর: ট্রোপোস্ফিয়ার

প্রযুক্তি ও ব্যবহারিক বিজ্ঞান

  1. কম্পিউটারের মৌলিক অংশ কয়টি?
    উত্তর: তিনটি (ইনপুট, প্রসেসিং, আউটপুট)
  2. বৈদ্যুতিক বর্তমানের একক কী?
    উত্তর: অ্যাম্পিয়ার
  3. সোলার প্যানেল কী উৎপন্ন করে?
    উত্তর: বিদ্যুৎ শক্তি
  4. কোন তরঙ্গ মোবাইল যোগাযোগে ব্যবহৃত হয়?
    উত্তর: রেডিও তরঙ্গ
  5. কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়?
    উত্তর: কয়লা

মহাকাশ বিজ্ঞান

  1. সূর্য একটি কী ধরনের নক্ষত্র?
    উত্তর: প্রধান ক্রমের নক্ষত্র
  2. চাঁদের কোন বায়ুমণ্ডল নেই কেন?
    উত্তর: নিম্ন মাধ্যাকর্ষণ শক্তির জন্য
  3. একটি দিন ও রাত মিলিয়ে কত সময়?
    উত্তর: ২৪ ঘণ্টা
  4. কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
    উত্তর: মঙ্গল গ্রহ
  5. বৃহস্পতির সর্ববৃহৎ উপগ্রহের নাম কী?
    উত্তর: গ্যানিমিড

শরীরবিজ্ঞান ও স্বাস্থ্য

  1. কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায়?
    উত্তর: ভিটামিন D
  2. মানবদেহে জলীয় অংশের শতকরা পরিমাণ কত?
    উত্তর: ৬০%
  3. ডায়াবেটিস রোগে কোন হরমোনের অভাব হয়?
    উত্তর: ইনসুলিন
  4. রক্তদানের ক্ষেত্রে ‘O’ গ্রুপকে কী বলা হয়?
    উত্তর: সার্বজনীন দাতা
  5. প্রথম প্রতিষেধক আবিষ্কার করেন কে?
    উত্তর: এডওয়ার্ড জেনার

বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন

  1. কোনটি একটি জড় পদার্থ?
    উত্তর: লোহা
  2. কোন উদ্ভিদ নাইট্রোজেন স্থিরীকরণ করে?
    উত্তর: লেগুমিনাস উদ্ভিদ
  3. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
    উত্তর: বুধ
  4. একটি পরমাণুর কেন্দ্রকে কী বলা হয়?
    উত্তর: নিউক্লিয়াস
  5. আলোকবর্ষ কী পরিমাপের একক?
    উত্তর: দূরত্ব
  6. কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
    উত্তর: বৃহস্পতি
  7. একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলে?
    উত্তর: অ্যানোড
  8. কোন ধাতু বিদ্যুৎ সঞ্চালনে সবচেয়ে ভালো?
    উত্তর: রূপা
  9. কোনটি আদর্শ জ্বালানি?
    উত্তর: প্রাকৃতিক গ্যাস
  10. পানি কীভাবে বিশুদ্ধ করা যায়?
    উত্তর: ফুটিয়ে
  11. কোন প্রাণী ডানা নাড়ানো ছাড়া বাতাসে স্থির থাকতে পারে?
    উত্তর: ঈগল
  12. কোন প্রাণী জল ও স্থল উভয় পরিবেশে বসবাস করতে পারে?
    উত্তর: ব্যাঙ
  13. আমাদের দৃষ্টিসীমার বাইরে কোন তরঙ্গদৈর্ঘ্য আছে?
    উত্তর: ইনফ্রারেড ও অতিবেগুনি
  14. কোন গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি?
    উত্তর: অক্সিজেন
  15. মানুষের দেহে মোট কতটি হাড় থাকে?
    উত্তর: ২০৬টি
অষ্টম শ্রেণি বিজ্ঞান