অষ্টম শ্রেণি বিজ্ঞান কুইজ ১

  • উত্তর ওয়ার্ড ফাইলে টাইপ করে পাঠালে ভালো হয়। হাতে লিখতে হলে পরিষ্কার ছবি তুলে পাঠাতে হবে।
  • লেখার ভাষা হবে বন্ধুর সঙ্গে গল্প করার মতো। পাঠ্যবইয়ের মতো গুরুগম্ভীর নয়।
  • শিক্ষার্থীর নাম, স্কুলের নাম ও যোগাযোগের নম্বরসহ উত্তর পাঠাতে হবে matinewsbd@gmail.com ঠিকানায়।
  • (প্রশ্নগুলো যেহেতু কপি করা যাবে না তাই উত্তরপত্রে শুধু প্রশ্নের নম্বর উল্লেখ করলেই হবে)

    ১। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যোজনী বোঝাতে গিয়ে বলা হয়েছে এটা পরমাণুর হাতের মতো। এই যোজনী বিষয়টা আসলে কী? (ইংরেজিতে যোজনীকে বলে Valency)।

    উত্তর :

    ২। হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই তো পানি, সেখানে রাসায়নিক বিক্রিয়ায় সমতাকরণ করতে হয় কেন?

    উত্তর :

    ৩। ড্রাইসেল ব্যাটারিতে অ্যানোড মানে ঋণাত্মক প্রান্ত, কিন্তু ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় এই অ্যানোড মানে পজিটিভ প্রান্তকে বোঝায়। কেন? (ক্লু : https://byjus.com/chemistry/cathode-and-anode)

    উত্তর :

    ৪। চিংড়ি আর তেলাপোকা একই পর্বের প্রাণী। কী কী মিলের কারণে ওরা এক পর্বের হলো?

    উত্তর :

    ৫। খাবার খেলে ক্যালরি পাওয়া যায়। যেমন একটি মাঝারি আকারের মুরগির ডিমে আছে প্রায় ৭০ কিলোক্যালরি। এই ক্যালরি জিনিসটা কী? ১ ক্যালরি মানে কতটুকু শক্তি?

    উত্তর :

    ৬। কোষ বিভাজনের মাইটোসিস প্রক্রিয়ার কোন ধাপের সঙ্গে স্পাইডারম্যানের মিল আছে? কেমন মিল?

    উত্তর :

    ৭। একটি বড় বাড়িতে অনেকগুলো কক্ষ আছে। সেসব কক্ষে অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে। বাড়িতে সারি সারি অনেকগুলো সুইচ আছে। একটি সুইচ একটি কক্ষের একটি যন্ত্র ‘On’ বা ‘Off’ করতে ব্যবহৃত হয়। এই বাড়ির সঙ্গে আমাদের দেহকোষের কোন অংশটির মিল আছে। কক্ষগুলোর সঙ্গে দেহের কীসের তুলনা করা যায়? সুইচগুলোর সঙ্গে কীসের তুলনা করা যায়? বিস্তারিত লেখ।

    উত্তর :

    ৮। পাঠ্যবইতে নেই এমন একটি অভিস্রবণ পরীক্ষার পদ্ধতি ও পর্যবেক্ষণ লেখ। (ছবি না আঁকলেও চলবে)

    উত্তর :

    ৯। পৃথিবীতে আচমকা মৌমাছিরা সব হারিয়ে গেলে কী ঘটবে? পরাগায়নের সঙ্গে সম্পর্ক রেখে উত্তর দাও।

    উত্তর :

    ১০। ডিজিটাল ক্যামেরার শাটার স্পিড ও অ্যাপারচারের সঙ্গে আমাদের চোখের কোন অংশের মিল আছে? ব্যাখ্যা করো।

    উত্তর :

    ১১। ব্ল্যাকহোল কীভাবে তৈরি হয়?

    উত্তর :

    ১২। শরীরের কোথাও মশা কামড় দিলে সঙ্গে সঙ্গে যে সব ঘটে, সে ঘটনাগুলো স্নায়ুতন্ত্রের আলোকে ব্যাখ্যা করো।

    উত্তর :

class 8 sciencequizঅষ্টম শ্রেণির বিজ্ঞান