এসএসসি ও এইচএসসির পরীক্ষার নম্বর বণ্টন

১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু।

রচনামূলক পরীক্ষা হবে এক ঘণ্টা ১৫ মিনিটে এবং নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে ১৫ মিনিটে।

কারিগরিতে সব বিষয়ে পরীক্ষা হবে।

এসএসসি ও এইচএসসি’র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ে ৩২ নম্বরের পরীক্ষায় অংশ নেবে।

রচনামূলক ২০ নম্বর ও এমসিকিউ থাকবে ১২ নম্বর।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ৪৫ নম্বরের পরীক্ষা দেবে। ৩০ নম্বর রচনামূলক ও ১৫ নম্বর এমসিকিউ। পরে নম্বরগুলোকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে।

বিজ্ঞান বিভাগের রচনামূলক অংশে আটটি প্রশ্ন থাকবে। এর মধ্য থেকে যে কোনও দু’টির উত্তর দিতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১০ করে।

এমসিকিউতে ২৫টি প্রশ্ন থাকবে, ১২টির উত্তর দিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রচনামূলকে থাকবে ৩০ নম্বর ও এমসিকিউতে ১৫ নম্বর।

রচনামূলকে থাকবে ১১টি প্রশ্ন, উত্তর দিতে হবে ৩টির। প্রতি প্রশ্নে ১০ নম্বর। এমসিকিউতে ৩০টি প্রশ্নে উত্তর দিতে হবে ১৫টির।

এসএসসি ও এইচএসসির ব্যবহারিক খাতার নম্বর হবে ২৫।

এইচএসসিএসএসসিপড়ালেখাপড়াশোনা