চীনে বৃত্তিমূলক শিক্ষায় ৪০টি নতুন বিষয় সংযোজন

সিএমজি বাংলা ডেস্ক: চীন তার বৃত্তিমূলক শিক্ষা ডিরেক্টরিতে ৪০টি নতুন বিষয় সংযোজন করেছে, যা ২০২১ সালের সর্বশেষ সংশোধনের পর থেকে সবচেয়ে বড় সম্প্রসারণ। বৃহস্পতিবার চীনের শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। 

নতুন সংযোজনগুলোর মধ্যে রয়েছে তিনটি মাধ্যমিক স্তর, ২০টি উচ্চতর বৃত্তিমূলক বিষয় এবং ১৭টি বৃত্তিমূলক স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। এগুলোর লক্ষ্য উদীয়মান শিল্পের চাহিদা এবং জাতীয় কৌশল বাস্তবায়ন। 

নতুন বিষয়গুলোর অর্ধেকেরও বেশি বাস্তব অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে চালু করা হবে। বিশেষ করে উন্নত উৎপাদন এবং ডিজিটাল শিল্পগুলোর ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে মহাকাশ সরঞ্জামের জন্য সূক্ষ্ম উৎপাদন প্রযুক্তি এবং ডিজিটাল ফ্যাশন ডিজাইন। 

এ ছাড়া, প্রায় ৫০ শতাংশ নতুন সংযোজন বৃত্তিমূলক স্নাতক ডিগ্রি প্রোগ্রাম, যেমন পারমাণবিক প্রকৌশল এবং এর প্রয়োগ। এর লক্ষ্য শিল্পের উন্নয়ন এবং উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের চাহিদা পূরণ করা। 

মন্ত্রণালয়ের মতে, বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন বিষয়ে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু করতে পারবে। 

গত তিন বছরে, আধুনিক শিল্প ব্যবস্থার চাহিদা পূরণে চীনে ৮৫টি নতুন বিষয় যোগ করা হয়েছে, এতে মোট বিষয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৩৪টি’তে। 

china