Education বাংলা সাধারণ জ্ঞান বাংলা ব্যাকরণ : ণ-ত্ব ও ষ-ত্ব বিধান By abc on Nov 23, 2021 বাংলা ২য় পত্র ণত্ব বিধান ষত্ব বিধানবাংলা ব্যকরণের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো প্রায় সব ক্লাসেই পড়তে হয়। সেরকমই একটি ঘোলাটে বিষয় ণ-ত্ব ও ষ-ত্ব বিধি-বিধান । এ নিয়ে বহুনির্বাচনি সহ আলোচনা করেছেন জুবায়ের ইবনে কামাল।এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমনকি বিসিএস লিখিত পরীক্ষার জন্যও বাংলা ব্যকরণের কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো ণ-ত্ব ও ষ-ত্ব বিধান। সহজ কথায় বাংলা ভাষার কোথায় মূর্ধন্য-ণ ও ষ বসবে তার নিয়ম কানুন। ক্লাস ভেদে প্রশ্ন একটু কঠিন হয় ঠিকই। কিন্তু মজার ব্যাপার হলো একবার ভালো করে মুল পড়াগুলো আয়ত্ব করতে পারলে আর কখনোই নতুন করে পড়বার প্রয়োজন হয়না। ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের একদম মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন, র, ঋ, ক্ষ, এবং ট-বর্গীয় বর্ণসমুহের (ট, ঠ, ড, ঢ) পরে মুর্ধন্য-ণ হয়। একইভাবে রেফ, ঋ এবং স্বরবর্ণের অ, আ এবং আ-কার ছড়া অন্যান্য সকল স্বরবর্ণের (ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ) পরে ষ হয়। এতো গেলো বৈশিষ্ট্য। পাশাপাশি কিছু শব্দ আছে যাতে স্বভাবতই মূর্ধন্য-ণ ও ষ হয়। কোন নিয়মের ধার না ধরেই এসব ব্যতিক্রমীগুলোকে কিন্তু মুখস্থ করবার প্রয়োজন নেই। কয়েকবার দেখলে এগুলো এমনিতেই মনে থাকে। সবকিছুর জন্য দরকার বেশী বেশী অনুশীলন। কারণ আমরা দেখেছি এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ক্লাস টেনের ব্যকরণ বই পড়তে হয়। সুতরাং অনুশীলনের সাথে থাকলে এগুলো নতুন করে পড়বার প্রয়োজন নেই। নিচে তোমাদের সুবিধার্থে এসব নিয়মের উপর কিছু বহু নির্বাচনী প্রশ্নের মডেল উত্তরসহ দেয়া হলো।বহু নির্বাচনী অনুশীলনঃ১. কোন বানানটি সঠিক? ক) আকাঙ্খা খ) প্রতিযোগীতা গ) মুমূর্ষূ ঘ) পরিণয়২. নিচের কোন বানানটি শুদ্ধ ক) সবিসেশ খ) স্ববিশেষ গ) সবিশেষ ঘ) শবিশেষ৩. নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়- ক) তূণ খ) লক্ষণ গ) অর্পণ ঘ) ভীষণ৪. ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? ক) প্রণয়ন খ) ধরণ গ) পরগণা ঘ) রাণী৫. কোন গুচ্ছ অশুদ্ধ বানানের উদাহরণ? ক) ত্রিভুজ, উর্ধ্বমুখী খ) কাঙ্ক্ষণীয়, প্রবাহমান গ) দুরাকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বিতা ঘ) মিথস্ক্রিয়া, ব্যবহারিক৬. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়েছে? ক) নির্বাণ খ) কণা গ) প্রণীত ঘ) কৃপণ৭. ণ-ত্ব বিধান অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানান? ক) ত্রিকোণ, পুরোনো খ) নেত্রকোনা, নিরূপণ গ) ধরণ, ঝর্ণা ঘ) হরিণ, রূপায়ণ৮. ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান ব্যকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) কোনটাই নয়৯. ‘কণ্টন’ বানান কোন নিয়মে লেখা? ক) বর্ণ বিধান খ) ণ-ত্ব বিধান গ) ষ-ত্ব বিধান ঘ) কোনটিই নয়১০. নিত্য মুর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? ক) আষাঢ় খ) উপনিষদ গ) কল্যাণীরেষু ঘ) কষ্ট১১. কোন শব্দটির বানান শুদ্ধ? ক) দোষনীয় খ) দূষণীয় গ) দূষনিয় ঘ) দোষণীয়১২. ণ-ত্ব বিধান কোন জাতীয় শব্দের বেলায় প্রযোজ্য? ক) তৎসম খ) খাঁটি বাংলা গ) বিদেশী ঘ) দ্বিরুক্ত ১৩. স্বভাবতই- ‘ষ’ ব্যবহারের উদাহরণ- ক) প্রতিষ্ঠান খ) নষ্ট গ) সুষুপ্ত ঘ) রোষ১৪. সঠিক শব্দগুচ্ছ হলো- ক) নিস্কাসন, শীততাপ, দুর্ভীক্ষ খ) অভীষ্ট, নিশ্চল, সমীচীন গ) উদিচী, বুভুক্ষ, পোস্ট-অফিস ঘ) লক্ষণ, মধ্যস্থ, উদ্বোধন১৫. নিচের কোন বানানটি শুদ্ধ? ক) পরিস্কার খ) শ্রদ্ধাভাজনীয়াষু গ) স্নেহাশীষ ঘ) সংস্রব১৬. ষ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি ভুল? ক) বৃষ্টি খ) তুষ্ট গ) রেজিষ্ট্রার ঘ) উৎকৃষ্ট১৭. স্বভাবতই ‘ণ’ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ক) নিপুণ খ) হরিণ গ) শ্রাবণ ঘ) ঘণ্টা১৮. নিচের কোনটি অশুদ্ধ? ক) দুর্নিবার, নবারুণ খ) হরিণ, মুল্যায়ণ গ) কেরাণি, পরগণা ঘ) প্রণ, প্রণয়ন১৯. কোন জাতীয় শব্দে ‘ষ’ ব্যবহার হয় না? ক) তৎসম খ) দেশী গ) সংস্কৃত ঘ) বিদেশী২০. ণ-ত্ব বিধান অনুসারে কোনটিতে ভুল বানান রয়েছে? ক) রূপায়ণ খ) পুরোণো গ) মূল্যায়ণ ঘ) নিরূপণ২১. নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ- ক) গৃহিণী খ) উষ্ণ গ) সমপর্ণ ঘ) পুণ্য২২. নিচের কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়? ক) তৃণ খ) লবণ গ) বর্ণনা ঘ) ভীষণ২৩. কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য ক) তদ্ভব খ) দেশী গ) তৎসম ঘ) পারিভাষিক২৪. কোন শব্দজোড়া ষ-ত্ব বিধির উদাহরণ? ক) পোশাক, জিনিস খ) দেশী, বাস গ) স্পষ্ট, অনুষ্ঠান ঘ) অগ্নিসাৎ, ভূমিসাৎ২৫. আরবী, ফারসি, ইংরেজি ভাষা থেকে আগত শব্দে সাধারণত ব্যবহৃত হয় না- ক) স খ) ষ গ) শ ঘ) ম**উত্তরমালা** ১.ঘ, ২.গ, ৩.ক, ৪.ক, ৫.গ, ৬.ঘ, ৭.গ, ৮.ক, ৯.খ, ১০.ক, ১১.খ, ১২.ক, ১৩.ঘ, ১৪.খ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.ক, ১৮.গ, ১৯.ঘ, ২০.খ, ২১.ঘ, ২২.খ, ২৩.গ, ২৪.গ, ২৫.খ। Post Views: 9,701 Related posts: সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র : গুরুত্বপূর্ণ ৫০ বাগধারা ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বিসিএস পরীক্ষায় বাংলা সাধারণ জ্ঞানের ১৫০টি প্রশ্ন বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১) বিপরীত শব্দ : যেকোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নবম-দশম : রসায়নের জ্ঞানমূলক প্রশ্নোত্তর অষ্টম শ্রেণির এসাইনমেন্ট সমাধান : ৫ম সপ্তাহ উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র : ১০০ পারিভাষিক শব্দ ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট ও সমাধান ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান : অধ্যায় ৫-১২ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (৪১টি) মানবদেহের বিস্ময়কর তথ্য! Human Body Interesting Facts ষষ্ঠ ও শ্রেণির জন্য কুইজ প্রশ্ন বিজ্ঞানের বিস্ময়কর তথ্য : বিজ্ঞান সাধারণ জ্ঞান ১ ৩০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর কীভাবে কাজ করে এমআরআই : ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং সঙ্গীসাথী পশুপাখি : প্রকৃতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা Explain Quantum Foam In Simple Terms What is gene-edited food? ণত্ব বিধান ষত্ব বিধানবাংলা ব্যাকরণ