Education শিক্ষা সংবাদ প্রথম শ্রেণিতে ভর্তির তথ্য : কীভাবে ১ম শ্রেণিতে ভর্তি হবে By abc on Nov 23, 2021 প্রথম শ্রেণিতে ভর্তির তথ্যপ্রথম শ্রেণিতে ভর্তির তথ্য : ২০২২ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তি হতে হলে শিশুর বয়স ৬ বছর হতেই হবে। এর কম হলে শিশুকে ১ম শ্রেণিতে ভর্তি করানো যাবে না। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ বয়স নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।স্কুলে আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্তদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ২০২২ শিক্ষাবর্ষে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে। বেলা ১১টা থেকে শুরু হবে আবেদন। চলবে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে। সরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বেসরকারি স্কুলগুলোয় ১৯ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।স্কুলে ভর্তির আবেদন ফি ১১০ টাকা । শুধু টেলিটক প্রি-পেইড ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফি দেওয়া যাবে।ঢাকার মাধ্যমিক স্কুল ৩ গ্রুপেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে ভাগ করা থাকবে। একজন প্রার্থী একই গ্রুপে সর্বাধিক পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে। সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে একজন শিক্ষার্থী।ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজ নিজ ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।এ ছাড়া সরকারি মাধ্যমিক স্কুলে কর্মরত শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তানসংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই।শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তির উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তির উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ সরকারি মাধ্যমিক স্কুলে কর্মরত শিক্ষক–শিক্ষিকার সন্তান ভর্তির যে ২ শতাংশ কোটা নীতিমালায় সংরক্ষিত ছিল, তা তুলে দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানসংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এ ছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজ নিজ ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি আবেদন করার লিংক : https://gsa.teletalk.com.bdপ্রথম শ্রেণিতে ভর্তির তথ্য বিজ্ঞপ্তি ২০২২Class 1 admission circular 2022 download (pdf) link : http://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/7f002464_4116_4b06_b92a_81c859218828/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20(%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A4).pdf প্রথম শ্রেণিতে ভর্তির তথ্যপ্রথম শ্রেণিতে ভর্তি কবে থেকেপ্রথম শ্রেণিতে ভর্তির লটারি Post Views: 1,526 Related posts: স্কুলে ভর্তি আবেদনের নিয়ম ২০২২ : স্কুলে ভর্তি হতে যা যা লাগবে যেভাবে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন করতে হবে মাধ্যমিকের পড়াশোনায় কী কী পরিবর্তন আসবে অন্য ক্যাডারে ঝুঁকছেন শিক্ষকরা, তারা শিক্ষা ক্যাডার ছাড়ছেন কেন? ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা পদ্ধতি কেমন হবে? যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের তথ্য বাংলায় এইচএসসির আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না এসএসসি পরীক্ষা-২০২১ পরিদর্শন করেছেন বাউবি প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি: সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ কোটা ইউটিউবে শিক্ষামূলক সেরা চ্যানেল টেড-এক্স ted ex ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস্টার ভর্তি: পরীক্ষা কবে? হাত বাড়ালেই মহাকাশ ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন সরকারি কলেজের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি ষষ্ঠ শ্রেণি গণিত : অধ্যায় ৪ সমন্বিত প্রশ্নোত্তর অষ্টম শ্রেণি গণিত অনুশীলনী ১১ সমাধান : তথ্য ও উপাত্ত ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : তৃতীয় অধ্যায় : কৃষি উপকরণ HSC Physics 1st Paper Creative Questions Chapter 2 কীভাবে কাজ করে এমআরআই : ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং Basic Understanding of Quantum Mechanics প্রথম শ্রেণিতে ভর্তিপ্রথম শ্রেণিতে ভর্তির তথ্যভর্তির তথ্যশিক্ষা সংবাদশিক্ষার খবরস্কুলে ভর্তি