বিশ্ব ভূমণ্ডল কতই না বিচিত্র। প্রকৃতির কিছু বিচিত্র তথ্য আজ তুলে ধরা হলো
- বুধ গ্রহটি নিজ অক্ষে এতো ধিরে ঘুরে যে এর একদিন শেষ হতে পৃথিবীর সময়ে এক বছরেরও বেশি সময় লাগে।
- পৃথিবীর সবচেয়ে ছোট আন্তঃদেশীয় সেতুটি পর্তুগাল ও স্পেনের মাঝখানে অবস্থিত।
- নদী ছাড়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ হল সৌদি আরব। বিশাল এই দেশে কোনও নদী নেই।
- চীনের মোট জনসংখ্যার ৯৪ শতাংশ বাস করে সে দেশের পূর্ব হেইহি থেংচং লাইনে।
- যুক্তরাষ্ট্রের আরিজোনায় একটি শহরের নাম ‘কিছুইনা’। অবাক করার মতো কথা, কিন্তু এটিই সত্য। শহরটির মোট জনসংখ্যা ০ ‘শূন্য’। একসময় এখানে একটি গ্যাস স্টেশন এবং একটি ছোট দোকান ছিল।
- মজার বিষয় হল এন্টারকটিকা মহাদেশ আবিষ্কার হওয়ার আগে ইউরেনাস গ্রহ আবিষ্কার হয়েছিল।
- আফ্রিকার একটি ছোট হ্রদ থেকে ৩ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড বের হয়ে ১৬ মাইল জুড়ে ছড়িয়ে পরে। এর ফলে ওখানকার ১৭০০ গ্রামবাসী ও ৩৫০০ গবাদি পশু মারা যায়।
- সমুদ্র বা হ্রদের পাশে বসবাস করলে, পানি ও পরিবেশ মানুষকে শান্ত, সুখি ও সৃষ্টিশীল করে তুলে।
- ১৯৭১ সালে বিজ্ঞানীরা আগুনসহ একটি প্রাকৃতিক গ্যাসে পূর্ণ গর্ত খুঁজে পায়। তারা ভাবেছিল যে এটি কিছু দিনের জন্য জ্বলবে। কিন্তু ঐ গর্ত বিগত ৪০ বছর ধরে জ্বলছে এবং এর নাম দেওয়া হয়েছে ‘জাহান্নামের দরজা’।
Post Views: 2,033