Education শিশুর পড়াশোনা : শিশুর জীবনে স্কুলের প্রয়োজনীয়তা By abc on Sep 08, 2021Sep 08, 2021 শিশুর পড়াশোনাস্কুল বা বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার একটা অংশ মনে হলেও, এটা আসলে একটা ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র। স্কুল একটা শিশুকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না, শিশুর পড়াশোনা ও এর সঙ্গে সহমর্মিতা, সময়ানুবর্তিতা, সাম্প্রদায়িকাতা, নিয়মানুবর্তিতার মত নানান চারিত্রিক গুণাবলীল।স্কুলে বিশেষ করে প্রাইমারী স্কুলে যে পড়া থাকে তার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হয় না। একজন মা বা গৃহ শিক্ষকই তা একজন শিশুকে পড়িয়ে দিতে পারেন। বরং বছরের অর্ধক সময়েই একটা শ্রেণীর পড়া শেষ করায় ফেলতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে,” তাহলে প্রাইমারী স্কুলে পাঠানোর কি প্রয়োজন? বাসায় পড়াই, স্কুলে যেয়ে শুধু পরীক্ষা দিবে।“ কিন্তু না, শিশুকে স্কুলে পাঠানোর প্রয়োজন আছে। কারণ স্কুল শুধু লেখা পড়ার জন্য না, মানসিক বিকাশের জন্যও অনেক জরুরী।বাচ্চারা নরম ভেজা মাটির মতো। এ সময় যেভাবে তাদের তৈরী করা হয়, ভবিষ্যতেও তারা সেই আকার ধারণ করবে। স্কুল সেই আকার দেয়। স্কুলে সব শিশুর পড়াশোনা করানোর নিয়ম ও শিক্ষা এক।স্কুলে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে বাচ্চাদের স্কুলে উপস্থিত থাকতে হয়। সময়মত ক্লাস করা, অ্যাসেমব্লীতে থাকা, সময়ের মধ্যে বোর্ড থেক পড়া তুলা ইত্যাদি সময়ানুবর্তিতার শিক্ষা দেয়।স্কুল শুরু হয় জাতীয় সংগীত এবং কিছু শরীর চর্চা দিয়ে। সাকালবেলায় শরীর চর্চা সাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী তা বৈজ্ঞানিকভাবে প্রমানিত। তাছাড়া জাতীয় সংগীতকে যে দাঁড়িয়ে, কোন ধরনের নড়াচড়া না করে , কথা না বলে সন্মান জানাতে হয় এটা বাচ্চারা স্কুল থেকেই শিখে। এটা দেশ প্রেমের একটা অংশ। একটা শিশুকে যখন বাসায় পড়তে বসানো হয় তখন তার বই খাতা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারের সদস্যরা গুছিয়ে দেন। তাছাড়াও যদি শিশুর পড়াশোনা এর জন্য কোন কিছুর প্রয়োজন হয়, শিশুটি চাইলে হাতের কাছে এনে দেওয়া হয়। কিন্তু স্কুলে তা হয় না। স্কুলের গেট দিয়ে ঢুকার পর থেকে বের হওয়া পর্যন্ত সব কাজ তাকে নিজেই করতে হয়। যেমনঃ ব্যাগ থেকে বই খাতা বের করা, আবার গুছিয়ে ঢুকানো, নিজে টিফিন খাওয়া ইত্যাদি। এগুলা সবই একজন শিশুকে আত্মনির্ভর করার প্রশিক্ষন দেয়।স্কুল একজন বাচ্চাকে সামাজিক করে তুলে। স্কুলে যেয়ে একটি বাচ্চা অনেক ধরণের মানুষের সাথে পরিচিত হয়। তাদের সাথে কিভাবে মিশতে হবে তা শিখে। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে দাড়িয়ে সম্মান জানানো, শ্রেণীকক্ষে প্রবেশের অনুমতি নেওয়া, সহপাঠিদের সাথে ভাল ব্যবহার করা, বড় শ্রেনীর শিক্ষার্থীদের সম্মান দেখানো , নিচের শ্রেনীর শিক্ষার্থীদের সাহায্য করা স্কুলের শিক্ষণ পদ্ধতির একটি অংশ।স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহনের মাধ্যমে বাচ্চাদের প্রতিভার বিকাশ ঘটে। বাচ্চারা নিজেদের নতুনভাবে জানতে পারে। তাছাড়া স্কুল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা বাচ্চাদের চিন্তাধারাকে প্রসারিত করে, দেশ ও বিশ্ব সম্পর্কে জ্ঞান দেয়, অনেক নতুন ও আদর্শবান মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।আরও পড়ুন: টব থেকে পিঁপড়া দূর করবেন কী করে | থাকলো ১৫টি উপায় স্কুল একজন শিশুর জীবনের ভিত্তিকে মজবুত করে যেন ভবিষ্যতে সে ভেঙ্গে না পরে। কোভিড-১৯ এর জন্য শিশুরা ঘরে বসে ক্লাস করছে। এতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারলেও তাদের মানসিক বিকাশ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তারা নানান ধরণের ভুল কাজের সাথেও জড়িয়ে পরছে। তাই সাধারণ চোখে স্কুলকে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান মনে হলেও আসলে তা জীবনের একটা প্রশিক্ষণ কেন্দ্র।শিশুর পড়াশোনা নিয়ে লিখেছেন সারানা আহমেদ Post Views: 2,176 Related posts: ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া ১ ডিসেম্বর ২০১৮ থেকে শুরু ইউরোপ : টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে হতে চাইলে ওয়েডিং প্ল্যানার অস্ট্রেলিয়ায় পড়তে হলে কীভাবে কী করতে হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিচ্ছেন রাবি ও যবিপ্রবি শিক্ষার্থী জেনে নিন কিছু বিচিত্র তথ্য ষষ্ঠ শ্রেণির গণিত : অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ সমাধান ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান : অধ্যায় ১২ : পৃথিবীর উৎপত্তি ও গঠন অষ্টম শ্রেণির গণিত অনুশীলনী ৮ সমাধান : চতুর্ভূজ বাংলা ব্যাকরণ : ণ-ত্ব ও ষ-ত্ব বিধান সপ্তম শ্রেণির বিজ্ঞান সমাধান : পঞ্চম অধ্যায় : পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র অষ্টম শ্রেণির বিজ্ঞান : তৃতীয় অধ্যায় : ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন চাকরির ভাইবার প্রশ্ন ও উত্তর | চাকরির ভাইবায় যে প্রশ্ন আসে এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র : অধ্যায় ৮ : টিস্যু ও টিস্যুতন্ত্র HSC Physics 1st Paper MCQ : Chapter 9 : তরঙ্গ HSC physics 1st Paper Chapter 4 Creative Questions Gene Editing Easy Explanation with Examples Class 8 Science : Light Refraction and Total Internal Reflection শিশুশিশুর পড়াশোনা