ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : ষষ্ঠ অধ্যায় : বনায়ন সৃজনশীল প্রশ্নোত্তরclass-6 agriculture chapter-6 creative questions
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য পরিকল্পনা করে যেন বন সৃষ্টি করে তাকে সামাজিক বন বলে।
বিজ্ঞানের ভাষায় লতা, গুল্ম ও ছোট বড় গাছপালায় আচ্ছাদিত এলাকাকে বন বলে।
কোনো দেশের সমগ্র এলাকার ২৫% প্রাকৃতিক বন থাকাটা আদর্শ অবস্থা। সরকারি হিসাব মতে, বাংলাদেশের ১৭% এলাকায় প্রাকৃতিক বন রয়েছে।
উৎপত্তি অনুসারে বন প্রধানত তিন প্রকার। যথাÑ ১. প্রাকৃতিক বন, ২. সামাজিক বন ও ৩. কৃষিবন।
প্রকৃতিতে আপনা আপনি যে বিস্তৃত বনাঞ্চল সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক বন বলে।
বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাকৃতিক বনেও সামাজিক বনায়ন ও কৃষি বনায়ন করা হচ্ছে। যেমন: মধুপুর ও ভাওয়ালের শালবন।
বসতবাড়িতে প্রধানত ফল জাতীয় গাছ যেমন : আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, পেয়ারা, কুল, প্রভৃতি গাছ লাগানো হয়।
একই জমিতে বহুমুখী ফসল , বৃক্ষ, গাছ ও পশুপাখির খাদ্য উৎপাদন ব্যবস্থাকে কৃষিবন বলে।
শাল বৃক্ষ গজারি নামে পরিচিত।
সমুদ্র উপকূলে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বনকে উপকূলীয় বন বলা হয়।
সড়ক ও বাঁধ বন এবং উপকূলীয় মাবনসৃষ্ট কেওড়া বন সামাজিক বনায়নের উদাহরণ।
ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : ষষ্ঠ অধ্যায় : বনায়ন সৃজনশীল প্রশ্নোত্তর
class 6 agriculture chapter-6 creative questions
ষষ্ঠ শ্রেণি কৃষিশিক্ষা ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর