নবম-দশম শ্রেণির জন্য জীববিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো আজ। মাধ্যমিক জীববিজ্ঞান তো বটেই, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রশ্ন কমন পড়া অস্বাভাবিক নয়।
জীবন্ত জীবাস্ম কোনটি?
উত্তর : রাজকাঁকড়া
জৈব বিবর্তনের জনক কে?
উত্তর : ডারউইন
টেস্টটিউব বেবি পদ্ধতি কে কবে উদ্ভাবন করেন?
উত্তর : ইতালির বিজ্ঞানী ড. পেট্র–সি, ১৯৫৯ সালে
নিউক্লিক এসিড ও প্রোটিন সহযোগে গঠিত যৌগকে কী বলে?
উত্তর : নিউক্লিওপ্রোটিন
খাদ্যের সহায়ক উপাদান কয়টি ও কী কী
উত্তর : তিনটি-ভিটামিন, খনিজ লবণ ও পানি।
মানুষের মোট ওজনের কত ভাগ ক্যালসিয়াম?
উত্তর : শতকরা দুই ভাগ
আমাদের ওজনের কত শতাংশ পানি?
উত্তর : ৬০ থেকে ৭৫ শতাংশ
আমিষ গঠনের একক কী?
উত্তর : অ্যামাইনো এসিড।
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উত্তর : ভিটামিন সি
সাধারণ তাপমাত্রায় কোন চর্বি পদার্থ থাকে?
উত্তর : অসম্পৃক্ত ফ্যাটি এসিড। যেমন : সয়াবিন
HIV -এর পূর্ণরূপ কী
উত্তর : Human Immuno Deficiency Virus
ভিটামিন ‘বি’ কমপ্লেক্সের বি১২-কে কী বলে?
উত্তর : কোবালামিন
একটি বাড়ন্ত শিশুর প্রতিদিন কী পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন?
উত্তর : ৫০০-৬০০ সম.
শর্করা কী করে?
উত্তর : কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে।
উৎস অনুসারে আমিষ কয় প্রকার ও কী কী
উত্তর : দুই প্রকার-প্রাণিজ ও উদ্ভিজ্জ।
জরায়ুতে ভ্রূণের মৃত্যু হতে পারে কীসের অভাবে?
উত্তর : ভিটামিন ‘ই’র অভাবে
ভিটামিন ‘ডি’ কীভাবে পাওয়া যায়?
উত্তর : প্রাণিজ উৎস ও সূর্যের আলো থেকে
পেলেগ্রা রোগ হয় কীসের অভাবে?
উত্তর : নিকোটিনিক এসিডের অভাবে
ফল পাকাতে কোন রাসায়নিক ব্যবহার করতে দেখা যায়?
উত্তর : ক্যালসিয়াম কার্বাইড
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
কঠিন ও তরল পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার পদ্ধতির নাম কী?
উত্তর : পরিস্রাবণ।
ভ‚পৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ মিঠাপানি?
উত্তর : ১ শতাংশ
বিশুদ্ধ পানির পিএইচ কত?
উত্তর : ৭
HDL -এর পূর্ণরূপ কী?
উত্তর : High Density Lipoprotein
রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর : স্ফিগমোম্যানোমিটার।
LDL -এর পূর্ণরূপ কী?
উত্তর : Low Density Lipoprotein
রক্তের তরল অংশকে কী বলে?
উত্তর : রক্তরস
মাধ্যমিক জীববিজ্ঞান এর আরো প্রশ্নোত্তর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। বন্ধুদের জানিয়ে দিতে শেয়ার করুন ফেসবুকে ও যোগ দিন স্টাডি গাইড গ্রুপে।
উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)
উচ্চ মাধ্যমিক রসায়ন : গুরুত্বপূর্ণ পূর্ণরূপ