Entertainment Glamour ফের নেট দুনিয়া তোলপাড়, প্রিয়া প্রকাশকে নিয়ে হুলুস্থুল By abc on Nov 11, 2018Apr 07, 2019 প্রিয়া প্রকাশচলতি বছরের শুরুতেই চোখের ইশারায় অসংখ্য পুরুষের হৃদয়হরণ করেছিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। একটি মালায়লম ছবির দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে চোখের কায়দায় ঝড় তুলেছিলেন প্রিয়া প্রকাশ। তারপর থেকে কেরালার এই মেয়ে বিখ্যাত হয়ে উঠেছেন।তাঁকে ভারতের ‘উইংক গার্ল’ বলা হয়। তাঁর চোখের ইশারায় মাত হয়ে যায় প্রায় গোটা দেশ। শুধু চোখের ইশারা বললে ভুল হবে, তাঁর হাসিতেও মজে যায় আট থেকে আশির বছরের মানুষের হৃদয়। বুঝতেই পারছেন, দক্ষিণী-কন্যা প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথাই বলা হচ্ছে। তাঁর জাদু যেন মাত করে দেয় গোটা দেশের হৃদয়। আর এবার সেই প্রিয়া প্রকাশ কি করলেন জানেন?সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে একটি ছবি শেয়ার করেন দক্ষিণী-কন্যা প্রিয়া প্রকাশ। যেখানে তাঁর দেখা মেলে একেবারে দেশিয় লুকে। একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রিয়া যখন তাঁর নিজের ছবি প্রকাশ করেন সোশ্যাল সাইটে, তা নিয়ে এক প্রকার হইচই পড়ে যায় নেটিজেনদের একাংশের মাঝে। এই ছবিতে প্রিয়াকে সোনালি রঙের পোশাকের সঙ্গে জমকালো কানের দুল পরতে দেখা যায়। আর প্রিয়ার এই ছবিতেই মার হয়ে যান নেটিজেনরা।মালায়লম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি দৃশ্যে দেখা যায় প্রিয়া প্রকাশকে। ওই সিনেমায় রওশন আবুল রউফ নামে আরও এক অভিনেতার সঙ্গে যোগ্য সঙ্গত দিতে দেখা যায় দক্ষিণী-কন্যাকে। সেই থেকে শুরু। এরপর এই সিনেমার গানেই প্রিয়া এবং আবদুল রউফের রসায়ন দেখে কুপোকাত হয়ে যান নেটিজেনরা।এরপর থেকেই শুরু হয় প্রিয়াকে নিয়ে জোর আলোচনা। এরপর দক্ষিণের বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যায় প্রিয়া প্রকাশকে। তবে বলিউডে কি কখনও অভিষেক করবেন প্রিয়া, সে বিষয়ে কিছু জানা যায়নি। জিনিউজযৌন হেনস্তা : ‘তিনি আমাকে আচমকাই জড়িয়ে ধরেন’ Post Views: 1,769 Related posts: আজকের প্রিয়মুখ : নানা সাজে পরিণীতি একসময় একসঙ্গে পাঁচটি প্রেম করেছি: জোভান হ্যাপি বার্থডে শুভশ্রী , সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন নায়িকা আবার বড় পর্দায় অপি করিম Today’s trending super singer Ariana Grande চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া ঐশী কি মিস ওয়ার্ল্ড হতে পারবেন? জন্মদিনে ২৫ লাখের উপহারে চমকে গেলেন ন্যান্সি ফুলশয্যার রাতের ছবি পোস্ট করলেন রিয়া সেন ! লিলির কথা দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া ‘মনের মত মানুষ পাইলাম না’ : অপু নন বুবলী ওয়েব সিরিজে দর্শক সিনেমার স্বাদ পাবেন: আইরিন জাহ্নবীর বেলি ড্যান্স : কাঁপছে নেটদুনিয়া (ভিডিও) Bianca Schoombee , Miss SA dropped by Modelling agency সাবিলা নুরের এ অজানা তথ্যগুলো জানতেন? ভাইরাল ইরার ব্যালে নাচের ছবি Shina Chauhan ‘s ‘Fame Game’ and Hollywood Mission with Madhuri : Interview of Shina Chauhan In a campaign for Balenciaga, Kim Kardashian floats Sariful Razz Caught in a Topsy-Turvy Tangle with Sunerah Binte Kamal and Tanjin Tisha!