Entertainment স্পর্শ করেননি তবে… : #মিটু বিতর্কে অহনা কুমরা By abc on Nov 12, 2018 অহনা কুমরা#মিটু বিতর্ক নিয়ে উত্তাল এখন বলিউড পাড়া। একে একে মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রীরা। আর সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ খ্যাত অভিনেত্রী অহনা কুমরা ।অভিনেত্রী অভিযোগ করেন, নির্মাতা সাজিদ খান তাকে অন্ধকার ঘরে নিয়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা বলেন, এক বছর আগে সাজিদ খানের সঙ্গে দেখা করি আমি। সাজিদ আমাকে স্পর্শ করেননি, তবে তার বাড়িতে ডেকে নিয়ে আপত্তিকর প্রশ্ন করেছিলেন। একটি অন্ধকার ঘরে নিয়ে সাজিদ প্রশ্ন করেন, ‘যদি আমি(সাজিদ) তোমাকে ১০০ কোটি রুপি দিই, তবে কি তুমি কুকুরের সঙ্গে সঙ্গম করতে পারবে?’অহনা আরো জানান, সাজিদ একবার তাকে মেসেজ দিয়েছিলেন, তোমাকে তো বিকিনিতেও হট দেখাবে!উল্লেখ্য, হেনস্তার অভিযোগ ওঠার পর সাজিদ খান হাউসফুল-৪ থেকে নিজেকে গুটিয়ে নেন। নানা পাটেকরও এ ছবি থেকে সরে যান, যার বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ উঠেছে।পরীমনি ‘শুভ্রা’ নন, তিনি এবার ‘প্রীতি’! Post Views: 1,936 Related posts: সিডনিতে আইয়ুব বাচ্চু স্মরণে সংগীতানুষ্ঠান ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা গান টির কথা অশ্লীল , বলেছে সেন্সর বোর্ডও দেখা না পেয়ে নিজেকে রক্তাক্ত করলেন শাহরুখ ভক্ত! ‘শুভ্রা’ থেকে ‘প্রীতি’ হচ্ছেন পরীমনি ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁস ওসব বলে বিড়ম্বনায় ফেলতে চাই না: শানু স্বপ্নের জুটি হলেন শাহরুখ- হিনা ! দলবাজি অপছন্দ : নিথিয়া মেনেন প্রধানমন্ত্রী দেখার পরই মুক্তি পাবে ‘ দহন ’ পরীমনি ‘শুভ্রা’ নন, তিনি এবার ‘প্রীতি’! রাখিকে তুলে আছাড় মারল কে? ফিট মানেই কি জিরো সাইজ? : নুসরাত ভারুচা দীপু হাজরার ‘দূরত্বের নাম অভিমান’ অভিনেত্রী অঙ্কিতা বিয়ে করছেন এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে Maisie Williams Hits Back at Critics with her GOT Sex Scene অথচ পরীমণির চোখে সবচেয়ে সুন্দরী ছিলেন মিম 10 questions and answers about Taylor Swift 20 facts about Beyoncé