চলচ্চিত্রে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পেতে দীর্ঘদিন ধরেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চট্টগ্রামের সন্তান রাজ। এরইমধ্যে ভারতের কলকাতার স্বরনীকা একাডেমি থেকে টানা ৮ মাস ফাইট এবং নাচের প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি।
রাজ বলেন, দেশ এবং দেশের বাইরে অ্যাকশন ধারার বাংলা ছবিকে প্রতিষ্ঠা করার জন্যই আমার চলচ্চিত্রে আসা। আমার বিশ্বাস আমার ছবিটি দেখে দর্শকরা অনেকদিন পর বাংলা সিনেমার পরিপূর্ণ বিনোদন পাবে। পাশাপাশি নির্মাতারাও নতুন করে সামাজিক অ্যাকশন ধারার ছবি নির্মাণে আগ্রহী হবে।
‘আই অ্যাম রাজ’ সিনেমায় আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, অমির সিরাজী, গুলশান আরা পপি ও ইলিয়াস কোবরা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত, শরীফ আহমেদ এবং রাজীব।