কুমার শানুর বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু পুলিশি ঝামেলায় জড়িয়েছেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও রাতে গানের অনুষ্ঠান চলায় কুমার শানু ও আয়োজকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি বিহারের মুজাফফরপুরের একটি অনুষ্ঠানে লাউড স্পিকারে গান চালানো হয়। সেই অনুষ্ঠানে পারফর্ম্যান্স করছিলেন কুমার শানু। আর সময় নির্ধারণ করা ছিল রাত ১০টা পর্যন্ত। কিন্তু সময় অতিক্রম করা হলেও গান থামানো হয়নি। তাই এলাকাবাসী আয়োজকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগে ৬০ বছর বয়সী গায়ক কুমার শানুর নামও যুক্ত করা হয়।