কৃশ-৪ এ থাকছেন নওয়াজউদ্দিন, হাশমির ক্যাপ্টেন নওয়াব শুরু

FacebookTwitterEmailShare

nawazuddin siddiqui কৃশ-৪

আগামী বছরেই শুরু হতে যাচ্ছে হৃত্বিকের কৃশ-৪ ছবির শুটিং। তবে এবার আর কৃশ-৪ কে কেবল হৃত্বিক রোশনের একার বলা যাচ্ছে না। কারণ খবর প্রায় নিশ্চিত যে কৃশের এ ফ্রেঞ্চাইজিতে এবার থাকছেন অভিনয়প্রেমীদের হার্টথ্রুব নওয়াজউদ্দিন সিদ্দিকি। হৃত্বিকের বিপরীতে ভিলেন হিসেবেই দেখা যাবে তাকে। তো এবার হৃত্বিককেও সামলাতে হতে পারে এক সুপারভিলেনকে। শারীরিকভাবে যেমনই হোক না কেন, মানসিকভাবে চাপে রাখতে ভিলেন নওয়াজের নিশ্চয়ই জুড়ি মেলা ভার হবে।

ক্যাপ্টেন নওয়াব

এদিকে সিরিয়াল কিসারখ্যাত ইমরান হাশমি শুরু করেছেন তার ক্যাপ্টেন নওয়াব সিনেমার কাজ। এবারই প্রথম টম বয় লুক ছেড়ে রীতিমতো আর্মি অফিসার বনে যাবেন হাশমি। সিরিয়াস এক যোদ্ধার চরিত্রে থাকবেন। আর তার র‌্যাঙ্ক যে কী হবে তা তো সিনেমার নামেই বোঝা যাচ্ছে।

 

বিনোদন