Entertainment কেবল সিনেমাই করবেন জ্যোতি By abc on Nov 11, 2018Nov 11, 2018 জ্যোতিএখন থেকে শুধু সিনেমাই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতিকা জ্যোতি । এমনকি শিগগির নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করার কথাও ভাবছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন তাঁর নতুন চলচ্চিত্রের কাজ। ‘রাজলক্ষ্মী’ নামের ওই ছবির মাধ্যমে কলকাতায় অভিষেক হতে যাচ্ছে ঢাকার মেয়ে জ্যোতির।গত শনিবার বিকেলে জ্যোতিকা জ্যোতি হাজির হন ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে। প্রথমবারের মতো এ উৎসবে উপস্থিত হতে পেরে ভালো লেগেছে তাঁর। বললেন, ‘সেভেন্টি ওয়ান পোয়েম’ শীর্ষক এক অধিবেশনে যোগ দিতে তিনি এসেছেন। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা গল্পকার বাংলা ও ইংরেজিতে প্রকাশ করে ‘পিস অ্যান্ড হারমনি: সেভেন্টিওয়ান পোয়েমস ডেডিকেটেড টু শেখ হাসিনা’ বইটি। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের শেষ দিনে ‘সেভেন্টি ওয়ান পোয়েম’ অধিবেশনে ছিল বইটি নিয়ে আলোচনা। তাতে অংশ নেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, মুহাম্মদ সামাদ, কামাল চৌধুরী, আবুল আজাদ, সংকলনের সম্পাদক আহমেদ রেজা, সংকলনের ইংরেজি অনুবাদক আনিস মুহাম্মদ প্রমুখ। নিজের কাজ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘ভেবেছি, এখন থেকে শুধু সিনেমাই করব। “রাজলক্ষ্মী”র পর কলকাতায় একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছি। নাটকে কাজ করতে নানা কারণে বেশ কষ্ট করতে হয়। সেই শ্রমটা সিনেমার পেছনে দিলে মনে হয় ভালো হবে।’‘রাজলক্ষ্মী’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। টিভি নাটকে কাজ না করলেও শিগগির ঢাকায় নির্মিত বেশ কিছু কাজে দেখা যাবে জ্যোতিকে। অবশ্য বেশ আগেই প্রস্তুত ছিল সেসব।প্রভার বিয়ে! Post Views: 1,228 Related posts: ভেঙে গেল নেহা কাক্করের প্রেম অভিনয় কমিয়ে দিচ্ছেন দীপিকা ! মিয়া খলিফার পর্ণতারকা হওয়ার সত্যি গল্প! কোমরের ছোট্ট একটা ট্যাটুতে গোটা পরিবারকে বাঁধলেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা – ঐশী শ্রীদেবীর মেয়ে খোলামেলা পোশাকে , ক্ষেপেছেন ভক্তরা বিয়ের বাক্সে বন্দি হলেন সিয়াম , পাত্রী কে জানেন? কেন তৈমুরকে বোর্ডিংয়ে পাঠাচ্ছেন, জানালেন তারকা দম্পতি চিত্রনায়িকা আইরিন শুটিং-এ যাচ্ছেন বালিতে শাহরুখ আমাকে নষ্ট করে দিয়েছে : মাহিরা খান ‘সংশয়ে’ ঐশী , কার প্রস্তাব মেনে নেবেন তিনি! ভোটকেন্দ্রে মারধরের শিকার হিরো আলম (ভিডিও) মোনালিসা শীতের শহরে উষ্ণতা বাড়ালেন ‘স্পর্শকাতর স্থান’ নিয়ে অশ্লীল পোস্টের উচিত জবাব দিলেন নায়িকা ! নাটকেও এ বার ‘ ভূতের ’ ছায়া, বন্ধ হল প্রদর্শন খুলনার গৃহিণী দীপ্তি গান গেয়ে জিতলেন ২০ লাখ টাকা ছেলেকে সঙ্গে নিয়েই বাড়ির বাগান থেকে টাটকা সবজি তুললেন শিল্পা Tom Cruise is going to ISS Check out how Stefanie Sun spends her time at home ঢাকাতে ছাদবাগানের প্রয়োজনীয়তা