এতে অভিনয় করেছেন নায়িকা জয়া চৌধুরী। শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিখেছেন ফিরোজ প্লাবন। এতে কণ্ঠ দিয়েছেন বিপাশা।
গীতিকার ফিরোজ প্লাবন বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। কার জীবনের গল্প সেটা বলতে চাই না। আর জয়ার অভিনয় যদি বলতে চাই তাহলে বলব তিনি তো এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারণে মনে হতে পারে এটা তার জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তুলে আনতে চেষ্টা করেছি। আশা করছি, সবার কাছে গানটি ভালো লাগবে।’
জয় চৌধুরী ‘ফুলবানু’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে ‘বাঘিনী’ শিরোনামে আরেকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।
টিনএজার টিপস : ইন্সট্যান্ট গ্লো পেতে কাজে লাগাও পেঁপের ফেসপ্যাক