নতুন এই ৩ সিনেমা ও সিরিজ দেখেছেন?

প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ, প্রামাণ্যচিত্র এবং রিয়েলিটি শো। চলতি সপ্তাহেও এমন কিছু আকর্ষণীয় কনটেন্ট মুক্তি পেয়েছে। দেখে নিন এই মুহূর্তে আলোচনায় থাকা তিনটি নতুন সিনেমা ও সিরিজ।

হার্ড নর্থ

  • ধরন: ডকু সিরিজ
  • স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
  • মুক্তির দিন: চলমান

কানাডার বরফাচ্ছন্ন ও দুর্গম অঞ্চলে একদল তরুণ অভিযাত্রী তাদের দক্ষতা ও টিকে থাকার লড়াইয়ে চারটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। নিজেদের থাকার জায়গা তৈরি করা থেকে খাবারের বন্দোবস্ত—সব কিছুই তাদের নিজেরা করতে হবে।

এই সিরিজের পরিচালক পল কিলব্যাক, আর অভিনয়ে দেখা যাবে বিলি রিওক্স ও ম্যাটি ক্লার্ককে। যারা বাস্তব পরিবেশে নিজেকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি দেখার মতো একটি শো।

প্যারাসুট

  • ধরন: ড্রামা-থ্রিলার সিরিজ
  • স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
  • মুক্তির দিন: চলমান

একজন অতিরিক্ত শৃঙ্খলাপরায়ণ বাবা শানমুগাম তার দুই সন্তানের ওপর কঠোর নজরদারি করেন। একদিন সুযোগ পেয়ে সন্তানরা পালিয়ে যায়, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না। কি ঘটল তাদের সঙ্গে? রহস্যময় এই গল্প নিয়ে তৈরি হয়েছে রাসু রাঞ্জিথ পরিচালিত এই সিরিজ।

এই ড্রামা-থ্রিলার সিরিজে অভিনয় করেছেন কৃষ্ণ, কানি থিরু, এবং কিশোর। সন্তানদের প্রতি অতিরিক্ত শাসন যে কত বড় বিপদের কারণ হতে পারে, তার একটি চমৎকার চিত্রায়ণ এই সিরিজ।

সাইলো ২

  • ধরন: সায়েন্স ফিকশন ড্রামা সিরিজ
  • স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
  • মুক্তির দিন: ১৫ নভেম্বর থেকে চলমান

ডিস্টোপিয়ান ভবিষ্যতের প্রেক্ষাপটে তৈরি সাইলো সিরিজটি গত বছর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব। এখন পর্যন্ত তিনটি পর্ব মুক্তি পেয়েছে। বাকি পর্বগুলো আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে আসবে।

গ্রাহাম ইয়োস্ট পরিচালিত এই সায়েন্স ফিকশন সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন রেবেকা ফার্গুসন। সমাজ, প্রযুক্তি এবং মানবিক টিকে থাকার কাহিনি নিয়ে এটি এক অন্য রকম অভিজ্ঞতা দেবে।

আরও দেখতে পারেন

  • কিলার কোয়েস্ট (ডকু সিরিজ): অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং।
  • দ্য ডুয়েলিস্ট (মুভি): নেটফ্লিক্সে স্ট্রিমিং।
  • সিংগুলারিটি ২০৩৫ (সায়েন্স ফিকশন): হুলুতে পাওয়া যাচ্ছে।

আপনার পছন্দের প্ল্যাটফর্মে লগ ইন করুন আর উপভোগ করুন আপনার প্রিয় কনটেন্ট!

amazon primecinemaentertainmentnetflixtelevisiontv series