পোশাকের জন্য হামেশাই নেটিজ়েনদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীদের। দীপিকা পাড়ুকোন, ফতিমা সানা শেখ, প্রিয়ঙ্কা চোপড়া… কেউ ছাড় পাননি। এ বার সেই তালিকায় নাম জুড়ল নেহা ধুপিয়ার। সম্প্রতি গুরুদ্বারায় স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে গিয়েছিলেন নেহা। পরেছিলেন সাদা একটি ড্রেস, ঝুল হাঁটুর নীচে। গুরুদ্বারায় ওই ড্রেস পরে যাওয়ার জন্য ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে। নেহা অন্তঃসত্ত্বা। তবু ক্যামেরা থেকে দূরে থাকেননি। তাঁর শো ‘নো ফিল্টার নেহা’র প্রচারে তিনি সব সময়ে ব্যস্ত। নেহা বলেছেন, ‘‘বাচ্চা হওয়ার আগে যত দিন পারব, কাজ করে যাব। ছুটি নিতে আমি চাই না। পরিবারের জন্য আমাকে কাজ করতেই হবে। বাচ্চা হওয়ার পরেও যত তাড়তাড়ি পারব, কাজে ফিরব আমি।’’
Post Views: 2,204