বলিউডে শ্রীদেবীর পথেই হাঁটছেন মেয়ে জাহ্নবী

এক সময় বলিউডে শ্রীদেবীর ছবি মানেই অন্যরকম ধামাকা। তার বিপরীতে কোনো নায়ক রয়েছে সেটি যেন তুচ্ছ বিষয়। শ্রীদেবী মানেই ছবি হিট। আর তার রূপের প্রশংসা নতুন করে ব্যাখ্যা করার জন্য অবশিষ্ট কোনো শব্দ নেই। সেই হার্টথ্রব নায়িকার হঠাৎ মৃত্যুর পর উত্তরসূরি মেয়ে জাহ্নবী কাপুরও যেন সেই পথে হাঁটছেন। প্রথম ছবি মুক্তির পরই বেশ প্রশংসা কুড়িয়েছেন শ্রীদেবী কন্যা।
শুধু তাই নয়, বলিউডের অনেক সিনিয়র তারকাও প্রশংসা করেছেন জাহ্নবীর। সেই রেশ না কাটতেই ক্যারিয়ারের দ্বিতীয় ছবির ঘোষণায় এলেন তিনি। ভারতের প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। গতবারের মতো এই ছবিটিও প্রযোজনা করবেন করণ জোহর।
ছবিটির চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে গুঞ্জন সাক্সেনার সাথে সময় কাটাচ্ছেন জাহ্নবী। চরিত্রের প্রয়োজনে তাকে বোঝারও চেষ্টা করছেন। শুরুতে কাজের প্রতি এমন সচেতনতা মুগ্ধ করেছেন করণকে। তিনি বলেন, ‘জাহ্নবী তার মায়ের মতোই কাজের প্রতি বেশ সচেতন। এটি আমাকে বেশ মুগ্ধ করেছে। হয়তো তিনিও মায়ের মতো একজন বড় তারকা হবেন।’
এদিকে, করণের প্রযোজিত পরপর দুটি ছবিতেই জাহ্নবীকে নেওয়ায় আবারো বলিউডজুড়ে কথা উঠেছে স্বজনপ্রীতি নিয়ে। এ বিষয়ে করণ বলেন, ‘স্বজনপ্রীতির বিষয়টি খুবই স্বাভাবিক। কিন্তু সেটি প্রথম সিনেমার জন্য ছিল। প্রথম সুযোগে জাহ্নবী নিজেকে প্রমাণ করেছেন। সিনেমাটিও বেশ প্রশংসিত। সেই জায়গা থেকে দ্বিতীয় ছবিতে জাহ্নবী তার যোগ্যতায় চুক্তিবদ্ধ হয়েছেন।’