বাংলা নতুন গান | Poran Bondhure | Imran Mahmudul | পরাণ বন্ধুরে

FacebookTwitterEmailShare

সম্প্রতি মুক্তি পাওয়া আরেকটি জনপ্রিয় গান হচ্ছে পরাণ বন্ধুরে। যা মূলত একটি প্রেমের গান। প্রেমের মান অভিমান, ভুল বুঝাবুঝি, রাগ ভাঙানোর চেষ্টা এবং সুন্দর পরিনতি এসব নিয়েই এই গানটি।

 

সৈকত রেজা পরিচালিত এই গানটি তে অভিনয় করেছেন ইমরান এবং কেয়া পায়েল। গানটি লিখছেন কবির বকুল এবং গেয়েছেন ইমরান মাহমুদুল। বাংলা মিউজিক ইন্ড্রাস্ট্রিতে বেশ নিয়মিত এবং পরিচিত সংগীত শিল্পী হচ্ছেন ইমরান মাহমুদুল এবং একদম শ্রোতাদের কাছে তার জনপ্রিয়তা সবসময়ই শীর্ষে।

 

CMV ইউটিউব চ্যানেলে  ৪ মাস আগে গানটি মুক্তি পেয়েছে এবং এর ভিউ প্রায় ৬.৫ মিলিয়ন।

দেখুন পরাণ বন্ধুরে

bangla new songবাংলা নতুন গান