দেশি খাবারে বুঁদ, কোনো মাংসই খাই না : অভিনেত্রী সম্পা


নানা ধরনের সবজি আইটেম, বিভিন্ন রকম ভর্তা, মাছের কোপ্তা, বুটের ডাল ভুনা, মুড়িঘণ্টÑএসব আমার পছন্দের খাবার। এগুলো আমার সামনে পেলে সব খেয়ে ফেলি ক্ষুধা না থাকলেও। বলেছেন অভিনেত্রী সম্পা

মাংস নয় মাছ
ছোট-বড় সব মাছই পছন্দ। ছোট মাছের চচ্চড়ি, বড় মাছের পেটি ভাজি, আলু দিয়ে রুই মাছ রান্না আমার প্রিয়। তবে কোনো মাংসই আমি খাই না। খুব জোর করলে দেশি মুরগির মাংসের ঝোল একটু খাই।

সাদামাটা খাবার রুটিন
রাতে ও দুপুরে দুবেলাই ভাত খাই। তবে রাতে ভাতের পরিমাণ সামান্য। সাধারণত সবজি, মাছ ও ডাল খাই। তবে যে তরকারিই থাকুক না কেন, ভাতের সঙ্গে আমার লেবু লাগবেই। সকালেও লেবুর শরবত খাই। সঙ্গে মৌসুমি ফল খাই।

বিদেশি সেফ
দেশি খাবারের পাগল হলেও দেশি খাবার ভালো রান্না করতে পারি না। বরং ফ্রাইড রাইস ও চিকেন, পাস্তা, নুডলস, চায়নিজ কারি ভালো রাঁধতে পারি। তাই আমাকে বিদেশি সেফ বলতে পারেন।

কোক-আইসক্রিম চাই-ই চাই
মিষ্টির মধ্যে মায়ের হাতের পুডিং ভালো লাগে। চকোলেট ও পেস্ট্রি খেতে পারি না। তবে আইসক্রিম আর কোক খুব প্রিয়। একবারে কয়েক গ্লাস কোক খেতে পারি। ফুচকা আর চটপটিও প্রিয়।