ছয় বছর বয়সে প্রথম প্রেমে পড়ি : সাবিলা নূর

মডেলদের কেউই তাঁদের জীবনের প্রথম বিলবোর্ডের কথা ভোলেন না। এ সময়ের জনপ্রিয় মডেল, নৃত্য ও অভিনয়শিল্পী  সাবিলা নূর এখনো তাঁর প্রথম বিলবোর্ডের কথা ভুলে যাননি।  বিশেষ সাক্ষাৎকারে প্রথম বিলবোর্ডের মডেল হওয়ার অভিজ্ঞতার কথা ছাড়াও  জীবনে প্রথম ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কথা বলেছেন সাবিলা নূর ।

প্রথম স্কুল  
ঢাকার পল্টনে অবস্থিত লিটল জুয়েলস স্কুল।

প্রথম শিক্ষক  
আমার মা-বাবা। আর আমার প্রিয় শিক্ষক ছিলেন আয়শা মিস। আমি স্কলাসটিকা থেকে ও লেভেল দিয়েছিলাম । আয়শা মিস,  স্কলাসটিকায় পড়াতেন।  মিস অনেক ভালো পড়াতেন। মিসের সঙ্গে এখনো আমার ফেসবুকে যোগাযোগ হয়।

প্রথম প্রেম  
আমি তো ছয় বছর বয়সে প্রথম প্রেমে পড়ি।  আমি যাঁর প্রেমে পড়েছিলাম তাঁর প্রেমে অনেকেই পড়েছিলেন। তিনি হলেন বলিউডের কিং শাহরুখ খান।  শাহরুখের ‘কাভি খুশি কাভি  গাম’ ছবিটি দেখার পর থেকেই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন এটা মনে পড়লে খুব হাসি পায়। আর বাস্তবে এখনো আমি সিঙ্গেল। আই মিন, আমার জীবনে এখনো প্রেম আসেনি।

প্রথম  শাড়ি পরা 
সাড়ে তিন বছর বয়সে প্রথম শাড়ি পরেছিলাম। একটা অনুষ্ঠানে নাচ করার জন্য শাড়ি পরতে হয়েছিল। যেহেতু আমি ছোটবেলা থেকে নাচ করি তাই শাড়ি পরতে সবসময় আমি সাচ্ছন্দ্যবোধ করতাম, এখনো করি। তবে মজার ব্যাপার হলো, আমি এখনো নিজে শাড়ি পরতে পারি না।

প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা  
২০১০ সালে  গ্রামীণ ফোনের প্রথম ফটোশুট করেছিলাম আমি। ফটোশুটে একদম নার্ভাস ছিলাম না।  খুব স্বাভাবিকভাবে ফটোশুট শেষ করেছিলাম।

প্রথম টেলিফিল্ম  
রেদওয়ান রনি  পরিচালিত ‘ইউটার্ন’। প্রথম টেলিফিল্ম করেই অনেক সাড়া পেয়েছিলাম।

প্রথম বিলবোর্ড মডেল 
হাসমার্কা নারিকেল তেলের বিলবোর্ডের মডেল হয়েছিলাম ২০১০ সালে।  বিলবোর্ডে আমার চেহারা ভালোভাবে বোঝা যায়নি। তবুও আমার বন্ধুরা তখন আমাকে বলেছিল, ‘তোর বিলবোর্ড দেখেছি, খুব ভালো লেগেছে।’  এসব কথা শুনে আমারও ভালো লেগেছিল আবার মনও খারাপ হয়েছিল একটু। কারণ ছবিতে আমার চেহারা আমারই পছন্দ হয়নি।