Health and Lifestyle Teen ভেষজ চুল দ্রুত বাড়াবে মেথির প্যাক By abc on Nov 04, 2018Aug 10, 2021 চুলের জন্য মেথির প্যাকমাথার সামনের অংশের চুল কমে যাচ্ছে? নিয়মিত মেথির হেয়ার প্যাক ও তেল ব্যবহার করতে পারেন। মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে চুল ধুয়ে ফেললেও পাবেন উপকার। এছাড়া ঝলমলে ও উজ্জ্বল চুলের জন্যও জুড়ি নেই মেথির। মেথির পানিআধা বাটি মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন সকালে পানি ছেঁকে একটি স্প্রে বোতলে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। চুল নরম, মসৃণ ও উজ্জ্বল হবে মেথির তেল ২ চা চামচ মেথি ও মুঠো ভর্তি কারি পাতা লো মিডিয়াম আঁচে প্যানে নেড়ে নিন। কারি পাতা পরিষ্কার করে ধুয়ে নেবেন। ভাজা হলে গ্রিন্ডারে পাউডার বানিয়ে নিন। ২ টেবিল চামচ নারকেল তেল ও ২ চা চামচ মেথি ও কারি পাতার পাউডার একসঙ্গে গরম করুন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ছেঁকে নিন। তেল আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। চুলের বৃদ্ধি দ্রুত হবে। মেথির হেয়ার প্যাক সারারাত মেথি ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে পেস্ট তৈরি করুন। ২ চা চামচ টক দইয়ের সঙ্গে মেথির পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের যত্নে মেথি কেন ব্যবহার করবেন? চুলের অকালে পেকে যাওয়া রোধ করে মেথি। খুশকি দূর করে। চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া বন্ধ করে। চুল মসৃণ ও ঝলমলে করে। এতে রয়েছে আয়রন যা চুলের বৃদ্ধি বাড়ায়। মেথিতে থাকা প্রোটিন চুলের ভেঙে যাওয়া রোধ করে। ঘর থেকে ইঁদুর তাড়ানোর উপায় Post Views: 2,209 Related posts: খুশকি দূর করবে আপেল সিডার ভিনেগার টিনএজার হেলথ : চিকেন পক্সের দাগ মেটানোর একগুচ্ছ ঘরোয়া পদ্ধতি স্ট্রোক সারাবে ভেষজ ঔষুধ ঘরেই চাষ করতে পারেন যে ছয়টি ভেষজ ব্যথা দূর করার ঘরোয়া সমাধান আমলকির এ সব গুণের কথা আগে জানতেন? অনেক রোগ সারাবে জার্মানি লতা দাঁতব্যথা কমায় যেসব ভেষজ নিমের ১০টি আশ্চর্য ঔষধিগুণ সম্পর্কে জেনে নিন চুল নিরাপদে হাইলাইট করুন অব্যর্থ ভেষজ উপায়ে এই গরমে প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বাড়াবে এই ৬ তেল! চুলের সমস্যায় অ্যালো ভেরার ভেল্কি! কিডনি রোগ ও খাবার : ডা. শহিদুল ইসলাম সেলিম নিচের ১০টি উপায়ে কোলন ক্যান্সারে মৃত্যুর সম্ভাবনা ৫০% কমিয়ে আনুন তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করুন ঘরোয়া ভেষজ উপায়ে চিকিৎসা শাস্ত্রে তেজপাতার আশ্চর্যজনক উপকারিতা! বয়স আটকে রাখার উপায় : ব্যবহার করুন ভেষজগুলো Health benefits of Spicy Foods You May Never heard Before! মিষ্টি কুমড়ার বীজের উপকার | কেন খাবেন মিষ্টি কুমড়ার বীজ উপকারগুলো জানলে প্রতিদিনিই করলা খাবেন ভেষজ