জেনে নিন সরিষার তেলের যত গুণাগুণ

*রাতে শোবার সময় নাভিতে সরিষার তেল লাগালে গালে ঘা হবে না।

* গোসলের সময় নাকে ব্যাবহার করলে অল্প দিনে পলিপাস সেরে যায় ও নতুন করে হয় না।

* গোসলের আগে কানে তেল ব্যবহার করলে কানের কোনো ব্যাধি হবে না।

*চোখের কোনে ব্যবহার করলে চোখের কোনো রোগ হবে না

*তেলের সঙ্গে লবণ মিশিয়ে দাঁত মাজলে দাতের এনামেল ভালো থাকে ও পরিস্কার হয়।

* বুকে তেল মালিশ করলে যক্ষার আশঙ্কা কমে।

*তেল মেদ নাশক,শির রোগে ও কানের রোগে ব্যবহার করা চলে।

*৫ ফোটা তেল মধুর সঙ্গে সেবনে কৃমি নষ্ট হবে।

*অল্প গরম তেল বুকে মালিশ করলে কাশি তরল হয়।

*তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাখলে চুলকানি ভালো হয়। *অর্শের রোগীদের গোসলের আগে মলদ্বারে তেল ব্যবহার করলে ভালো হয়।

*ঘাড়ের বেদনায় তেলের সঙ্গে হোমিও রাসটক্স মাদার মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়।