ডায়াবেটিস টিপস : মা-বাবার থাকলে সন্তানের কি ডায়বেটিস হয়?
শিশুদের ডায়বেটিস কেন হয়
শিশুদের ডায়াবেটিজ হয় প্রধানত: ইন্স্যুলিন উৎপাদন না হওয়ার জন্য। বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায়, এই সব শিশুদের অগ্নাশয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় স্বয়ংক্রিয় প্রতিরোধ থেকে অথবা কোন আঘাত থেকে। অনেক সময় দেখা যায় অগ্নাশয় সঠিক ভাবে গঠিতৈই হয়নি।
এই ধরনের ডায়াবেটিজ রোগকে ইন্স্যুলিন নির্ভরশীল ডায়াবেটিজ রোগ বা IDDM বলা হয়। যদিও এদের সংখ্যা খুব কম, কিন্তু একেবারে নেই বলা চলে না।
এই ধরনের ডায়াবেটিজ রোগের চিকিৎসা হচ্ছে মুখ দিয়ে প্রতি দিন ইন্স্যুলিন প্রবেশ করানো। এর দ্বারা ভারসাম্য রক্ষা করান যায়। যদি এভাবে সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবুও যদি রোগীকে নিয়মিত ব্যায়াম, হাঁটা এবং খাদ্যাভ্যাসকে প্রয়োজনমত নির্দিষ্ট করা যায়, তবে বাইরে থেকে দেওয়া ইন্স্যুলিনের পরিমাণকে ধীরে ধীরে হ্রাস করা যায়।
যদি পিতা-মাতার ডায়াবেটিস থাকে, তবে তাঁদের সন্তানের মধ্যে ঐ রোগ দেখা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। মা-বাবার মধ্যে যদি কোন একজনের এই রোগ থাকে, তবে তাঁদের সন্তানের সুদূর ভবিষ্যতে এই রোগ হওয়ার শতকরা ৪% থেকে ৫% আশঙ্কা থাকে।