Health and Lifestyle ব্যথা কমানোর হারবাল By abc on Sep 15, 2018Apr 07, 2019 D0889ঝাল মরিচ খেয়ে যতই মুখ জ্বলুক না কেন, ভেতরের জন্য এটা বেশ উপকারী। বিশেষ করে শরীরের বিভিন্ন স্থানের ব্যথা কমাতে মরিচের ঝালের জুড়ি নেই। তাই বলে একগাদা মরিচ খেয়ে পেটের বারোটা বাজাবেন না আবার। খেতে হবে পরিমাণমতো ও সহনীয় মাত্রায়। তবে ঝালের জাদুই শেষ কথা নয়, মরিচে আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি। যা শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যুকে মেরামত তো করবেই পাশাপাশি যেসব টিস্যুর কারণে ব্যথা হয় সেগুলোও সারিয়ে তুলবে। মরিচে থাকা ক্যাপসাইসিন-ই সব কাজের কাজী। প্যারাসিটামলের বিকল্প হিসেবে খেতে পারেন আদা। আদায় আছে তিনটি অ্যান্টি-অক্সিডেন্ট। সব কটাই ব্যথানাশকের কাজ করে। নিয়মিত আধ চামচ করে কাঁচা অথবা রান্না করা আদা খেতে পারেন। তবে এক্ষেত্রে নিয়মিত খাওয়াটা জরুরি। ব্যথা শুরু হলো আর আদা খেয়ে ফেললাম, এমনটা হলে কিন্তু কাজ হবে না! ব্যথা কমাতে হলুদও রীতিমতো বিস্ময় মশলা। এখন তো পোস্ট অপারেটিভ-এর ব্যথা কমাতে সরাসরি হলুদ ব্যবহার করা হয়। আগের দিনেও তো ঘা শুকাতে হলুদের পেস্ট ব্যবহার করতো অনেকে। তো ব্যথা কমাতে চাইলে হলুদ খেতে পারেন। কীভাবে? রান্নায় একটু বেশিই দিয়ে দিন। অথবা আধ চামচ হলুদ দিয়ে ডিম ভেজে নিন। গন্ধ সহ্য করতে পারলে গরম দুধ বা চায়েও খেতে পারেন। Post Views: 1,230 Related posts: লবঙ্গ খেলেই মুক্তি পাবেন খেতে পারেন কালোমেঘ কাঁচা মরিচের গুণাগুণ জানেন কী? সিঁড়ি ব্যবহারের উপকারগুলো জানলে লিফটে উঠবেন না পেয়ারা খাবেন, আগে জেনেনি উপকারগুলো মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর যে খাবারগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেখুন পুষ্টিবিদরা পুষ্টি শোষণ ক্ষমতা সম্পর্কে ঠিক কী বলছে ফ্রুট ফেসপ্যাক নিয়ে দুচার কথা ডেনিমের অন্তর্বাসের দাম মাত্র ২১ হাজার ৮০০! শিশুদের মানসিক সমস্যা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া গরমে ত্বকের যত্নে ৭টি টিপস সিগারেটের থেকেও বেশি ক্ষতিকর ডিম ! সব মাথা ব্যথা মাইগ্রেন নয় কাঁচা কলার যত পুষ্টিগুণ জেনে নিন মাস্ক পরার নিয়ম | সাদা নাকি নীলটা বাইরে থাকবে? মেছতা কী | মেছতা কেন হয় | মেছতা দূর করার উপায় 5 ways to keep food fresh for a long time Sharp pain on the left chest, Is it heart attack symptom or something else? Korean Bulgogi Recipe | The ultimate taste of Korea