Health and Lifestyle Karizma ZMR তৈরি বন্ধ করতে চলেছে Hero ? By abc on Dec 17, 2018 Karizma ZMR Heroএবছর চারটি রঙে করিশ্মা জেডএমআর লঞ্চ করেছিল হিরো। ব্লেজিং রেড, প্যানথর ব্ল্যাক, স্পটলাইট হোয়াইট, ভাইব্রেন্ট ওরেঞ্জ-এই চারটি রঙেই নতুন ভাবে এসেছিল করিজমা জেডএমআর। দাম ১.১০ লক্ষ টাকার কাছাকাছি।নতুন লুক, নতুন ফিচার নিয়ে এসেও কাজ হল না। ভারতীয় বাজারে জনপ্রিয়তা তলানিতে ঠেকল Hero Motocorp-এর এক সময় ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Karizma ZMR-এর বাইকের। শোনা যাচ্ছে, মোটর বাইকটি বানানো বন্ধ করে দেবে Hero।এবছর মে মাসেই Karizma জেডএমআর-কে মোডিফাই করে নতুন ভাবে বাজারে ছেড়েছিল হিরো। প্রচারও হয়েছিল ভালই। তবে বাকি মোটরবাইকের সঙ্গে প্রতিযোগিতায় দাঁড়াতেই পারল না এই স্পোর্টস লুকের মোটরবাইক। বিক্রি কমতে কমতে এমন তলানিতে নেমেছে যে গত অক্টোবরে একটাও মোটরসাইকেল বিক্রি করতে পারেনি হিরো। এবছর চারটি রঙে করিশ্মা জেডএমআর লঞ্চ করেছিল হিরো। ব্লেজিং রেড, প্যানথর ব্ল্যাক, স্পটলাইট হোয়াইট, ভাইব্রেন্ট ওরেঞ্জ-এই চারটি রঙেই নতুন ভাবে এসেছিল করিজমা জেডএমআর। দাম ১.১০ লক্ষ টাকার কাছাকাছি। সূত্রের খবর, লঞ্চ হওয়ার পর সাময়িক চাহিদা দেখা দিলেও সময়ের সঙ্গে এই মোটরবাইক থেকে মুখ ফিরিয়েছেন ক্রেতারা। প্রথম মাসে ১৭টি মোটরসাইকেল বিক্রি করতে পেরেছিল হিরো। এরপর তা ক্রমশই কমতে থাকে বিক্রি। অক্টোবরে তা একেবারে তলানিতে পৌঁছয়। শোনা যাচ্ছে এই কারণেই না কি Karizma ZMR তৈরি বন্ধ করে দিতে চলেছে হিরো।ওয়াকিফহাল মহলের মতে, লাখ টাকায় যে মোটর বাইক হিরো তৈরি করেছে তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বজাজ, টিভিএস-এর মতো সংস্থা। বিশেষ করে বজাজ পালসার ২২০, করিশ্মা জেডএমআর নিউ ভার্সন থেকে অনেকটাই এগিয়ে বলে তাঁদের মত।এই সেগমেন্টে হিরোকে কড়া টক্কর দিচ্ছে টিভিএস-এর অ্যাপাচে সিরিজও। অনেক সস্তায় অনেকটা একই রকম ফিচার রয়েছে সুজুকি জিক্সার এসএফ-এ। Post Views: 2,170 Related posts: How to make donut hair bun (with photo) Holding urine is a dangerous habit for women How Should Diabetic Patients Exercise? Herbs To Prevent Dandruff In Winter 5 Winter Hair Care Tips Easy to Follow HOW CAN I KNOW THAT I GOT DIABETES? Celebrating Timeless Elegance: Unveiling the Secrets of Indian Bridal Makeup শিশুদের মাঝে হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগ বাড়ছে কেন? ডায়াবেটিসের জন্য ভালো ব্যায়াম, জুতা ও ইয়োগা তিলের তেলের উপকার : জানা থাকলে এখনই খাওয়া শুরু করবেন 10 Best Websites for Household Tips উপকারগুলো জানলে প্রতিদিনিই করলা খাবেন শিশুর দাঁতব্যথা হলে কী করবেন What Types of Boys Girls Prefer Most In Recent Times ইনফ্লুয়েঞ্জার লক্ষণ ও ঝুঁকি Unlock the Secret Benefits of Coconut Milk for Hair: Natural Recipes and DIY Masks Enhancing Hair Health with Ginger: Lifestyle Tips Ocular Complications in Hypertension প্রতিদিন ফ্রি হেলথ টিপস! এমপক্স রোগ নিয়ে চাই জনসচেতনতা: আছে হোমিও চিকিৎসাও