পেঁয়াজের আরও অনেক কাজ | পেঁয়াজের টিপস

রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে ১ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও আধা চা চামচ ফুলের মধু মিশিয়ে নিন। প্রতিদিন রাতে শোবার আগে ত্বকে তুলা দিয়ে লাগান। শুকিয়ে গেলে আবার প্রলেপ দিন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৫ দিনে সানবার্ন মিলিয়ে যাবে।

চুল পড়া, খুশকি বা নতুন চুল গজানোর জন্য সপ্তাহে দুদিন আধা কাপ পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন।

ত্বক স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল করতে ১ চামচ পেঁয়াজের রসের সঙ্গে আধা চামচ কাঁচা হলুদ মিশিয়ে রাতে শোবার আগে মুখ ও হাতের ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। পরদিন রোদে বের হলে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগাতে হবে।

রান্নার সময় কোথাও অল্প পুড়ে গেলে বা ছ্যাঁকা লাগলে সঙ্গে পেঁয়াজ থেতো করে লাগান। জ্বালাপোড়া যেমন কমবে ক্ষতও তাড়াতাড়ি শুকাবে।

মেটালের শোপিস বা গয়না কালো হয়ে যায় অল্পদিনেই। এগুলোতে পেঁয়াজের পেস্ট মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর বাসন মাজার ভেজা স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষুন। ঝকঝকে ভাব ফিরে আসবে।

lifestyle tips