Health and Lifestyle Recipe আজকের রেসিপি : তন্দুরি রূপচাঁদা রেসিপি By abc on Dec 16, 2018Dec 16, 2018 রূপচাঁদা রেসিপিরূপচাঁদা রেসিপিউপকরণ: – আস্ত রুপচাঁদা মাছ ২টা– আদাবাটা ১ টেবিল চামচ– রসুনবাটা ১ চা-চামচ– কাঁচা মরিচবাটা ১ চা-চামচ– ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ– হলুদ গুঁড়া সিকি চা-চামচ – মরিচ গুঁড়া আধা চা-চামচ– শুকনা মরিচ গুঁড়া দেড় চা-চামচ– লেবুর রস ৪ টেবিল চামচ– ফিশ সস ২ টেবিল চামচ– সয়াবিন তেল ২ টেবিল চামচ– লবণ প্রয়োজনমতোপ্রণালি: মাছ কেটে ধুয়ে ১ চা-চামচ লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মাছের দুই পিঠ বরফির মতো দাগ কেটে নিতে হবে। সব মসলা ও তেল পরিমাণমতো লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে মাছের সঙ্গে মেরিনেট করে আধা ঘণ্টা রাখতে হবে। গ্রিলে তেল ব্রাশ করে মাছগুলো ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে। ১০ মিনিট পর পর মাছগুলো উল্টিয়ে থেকে যাওয়া মসলা ও তেল দিতে হবে। বাদামি রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। Post Views: 1,894 Related posts: আজকের রেসিপি : নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা আজকের রেসিপি : লেবু-নারকেলে হাঁসের মাংস আজকের রেসিপি : লাউ-চিংড়ি রেসিপি আজকের রেসিপি : মসুর ডালের পোলাও Pulao with Lentil Daal recipe শরবত রেসিপি : শরবত এই জুড়াবে প্রাণ মঙ্গোলিয়ান মাংস ও রোস্ট প্লাটারের রেসিপি কোষ্ঠকাঠিন্য থেকে ডায়াবেটিস, নিয়ন্ত্রণে রাখুন মেথি চায়ে এগ লোফ ও মিট লোফ রেসিপি নুডলসের কাটলেট রেসিপি খাসি ও বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি রেসিপি স্পেশাল হালিম রেসিপি : কিভাবে বানাবেন? শিখে নিন হায়দারাবাদি হালিম রেসিপি Singaporean chef is now chef-owner at successful Middle Rd omakase bar How to make any herbal tea কাঁচা ছোলার অপকারিতা ও কিভাবে এটি খাওয়া উচিত Lemon Garlic Butter Baked Shrimp How to make Tuna Fish Kebab কাঁচামরিচের ঝাল রসগোল্লার রেসিপি | Spicy Rasgulla Recipe সহজে রান্না করার কিছু টিপস Butterfly Pea Flower Tea Recipe