Health and Lifestyle Recipe নুডলসের কাটলেট রেসিপি By abc on Feb 25, 2020 নুডলসের কাটলেট8 জনের জন্যকি কি লাগবেএক প্যাকেট নুডুলসমুরগির বুকের মাংস আধা কাপডিম 2 টি ময়দা 1 কাপগাজর 3 টেবিল চামচ ব্রকলি 3 টেবিল চামচফ্রেঞ্চ বিন 2 টেবিল-চামচটমেটো সস 2 টেবিল-চামচসয়া সস 1 টেবিল চামচসিরকা 2 চা চামচকাঁচামরিচ কুচি 2 টিপেঁয়াজ লেয়ার 2 টেবিল চামচপরিমান মত তেল সামান্য লবণকর্নফ্লাওয়ার 1 টেবিল চামচপরিমান মত পানি যেভাবে রান্না করবেন নুডলসের কাটলেটপ্রথমে মুরগির বুকের মাংস লম্বা করে কেটে লবণ ও সিরকা দিয়ে ভিজিয়ে রাখুন। সব সবজি লম্বা করে কেটে নিন। পেঁয়াজ লেয়ার ও কাঁচামরিচ কুচি করে নিন। একটি প্যানে 3 টেবিল চামচ তেলে মুরগির মাংস বাদামি করে ভেজে তুলে রাখুন।এবার গাজর ব্রকলি ফ্রেঞ্চ বিন ও পেঁয়াজ পরিমাণমতো লবণ দিয়ে স্টার ফ্রাই করুন।সয়া সস টমেটো সস সিরকা একসাথে করে সবজিতে দিন।কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে সবজিতে দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।ফুটন্ত পানিতে অল্প লবণ মিশিয়ে নুডুলস সিদ্ধ করে পানি ঝরিয়ে পরিমাণমতো ময়দা দিয়ে মেখে নিন।একটি ছড়ানো ডিশে সামান্য নুডুলস সমান করে বিছিয়ে নিন।এর উপরে পরিমাণমতো সবজি দিয়ে রোল এর মত করে নিন।রোল ফেটানো ডিমে চুবিয়ে ডুবো তেলে ভাজুন।এবার ডিশে তুলে পছন্দমত টুকরো করে কেটে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন নুডলসের কাটলেট । Post Views: 3,159 Related posts: আজকের রেসিপি : তন্দুরি রূপচাঁদা রেসিপি শরবত রেসিপি : শরবত এই জুড়াবে প্রাণ হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনবে এই চা! টেংরি চিকেন সালাদ রেসিপি খাসি ও বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি রেসিপি স্পেশাল হালিম রেসিপি : কিভাবে বানাবেন? শিখে নিন হায়দারাবাদি হালিম রেসিপি Singaporean chef is now chef-owner at successful Middle Rd omakase bar How to make any herbal tea homemade conditioner you can make with household items চিনি ছাড়া শীতের পিঠা বানাবেন কীভাবে করলার পাঁচ রেসিপি Lemon Garlic Butter Baked Shrimp How to make fenugreek oil গরমে আম দই দিয়ে আইসক্রিম এর রেসিপি How to make cake without egg | recipe of cake without egg How to make Tuna Fish Kebab সহজে রান্না করার কিছু টিপস Mashed Cauliflower Recipe: A winter delicacy Butterfly Pea Flower Tea Recipe