বায়ুদূষণ Facts
- ম্যালেরিয়া, এইচআইভি বা যুদ্ধের চেয়েও ভয়াবহ হলো বায়ুদূষণ। বছরে ১০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়। মারা যায় প্রায় ৫০ লাখ। প্রতি ১০টি মৃত্যুর মধ্যে ১টির পেছনে বায়ুদূষণ জড়িত।
- বছরে ১০ লাখ সমুদ্র তীরবর্তী পাখি ও এক লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায় শুধু দূষণের কারণে।
- দূষিত এলাকায় বাস করা মানুষের ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সাধারণ এলাকার মানুষের চেয়ে ২০ শতাংশ বেশি।
- আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ লেক এতটাই দূষিত যে, সেগুলোয় মাছ ধরা ও সাঁতার কাটা যায় না। এমনকি সেখানে কোনো জলজ প্রাণীও থাকতে পারে না।
- ২০২০ সালে শুধু যুক্তরাষ্ট্রের বাতাসে ৬ কোটি ৮০ লাখ টন বায়ুদূষণকারী পদার্থ বাতাসে ছেড়েছে।
Post Views: 933