ক্রিকেট নিয়ে আহসানুল হকের ছড়া : ওদের ক্রিকেট

FacebookTwitterEmailShare

ওদের ক্রিকেট

আহসানুল হক

সিংহ মামা বোলিং করে

শেয়াল ধরে ব্যাট

আম্পায়ারিং করবে ময়ূর

চিতা রানিং মেট

বানরগুলো দেয় ফিল্ডিং

মাথায় পাতার হ্যাট

হাতি, ঘোড়া কিনল টিকেট

দেখতে যে ক্রিকেট!

যায় না তো বাদ হরিণ-কুমির

সাজায় মাঠ ও গেট

হুতুম প্যাঁচা কোথায় গেল?

থার্ড আম্পায়ারই লেট?

cricketkidzক্রিকেটছড়া