গাছটি ডাইনোসর যুগ থেকে আছে

FacebookTwitterEmailShare

গাছের নাম ওলেমি পাইন (Wollemi pine)। তবে এটি গাছের নাম নয়, একটি প্রজাতি। পাওয়া যাবে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনস অব সিডনিতে।

ওলেমি পাইনের বিশেষত্ব হলো, গাছটি ২০ কোটি বছর আগেও ছিল পৃথিবীতে। অর্থাৎ ওলেমি পাইনের পূর্বপুরুষরা পৃথিবীর বুকে ডাইনোসরদের হেঁটে বেড়াতে দেখেছে।

১৯৯৪ সালের আগপর্যন্ত বিজ্ঞানীরা ওলেমি পাইনকে চিনতেন ফসিল হিসেবে। ওই বছরই গাছটির অস্তিত্ব পাওয়া যায়। সেই থেকে এখনো এই ওলেমি পাইন জীবন্ত ফসিল হিসেবে বেশ সযত্নে আছে। তবে গাছটা ঠিক কোথায় কোথায় আছে, সেটা বের করা কঠিন। কারণ অবস্থান ফাঁস হলেই এ গাছের পেছনে লাগবে পাচারকারীরা।

যে কারণে কিছু কিছু ওলেমি পাইনকে রীতিমতো মোটা শিকের খাঁচায় পুরে রাখা হয়েছে।

ওলেমি পাইন (Wollemi Pine)

খাঁচায় আটক ওলেমি পাইন গাছ

আবিষ্কারের পর প্রথম দিকে শখানেক ওলেমি পাইন (Wollemi pine) পাওয়া গিয়েছিল। সেগুলো থেকে পরে ক্লোন করে তৈরি করা চারার মাধ্যমে গাছটির সংখ্যা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়।

এখন অস্ট্রেলিয়ার বাইরেও কয়েকটি দেশে ওই ক্লোন চারা লাগানো হয়েছে। এমনকি প্রথম আবিষ্কার করা ওলেনি পাইনের (Wollemi pine) প্রথম ক্লোন করা চারা আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্মে বিক্রিও হয়েছে। নিলামে পাওয়া অর্থ ব্যয় হয়েছে এ গাছের গবেষণাতেই।

(আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে মাত্র ১০ টাকা দিয়ে অংশ নিতে বিকাশ করুন 01976-324725 নম্বরে)

kidzstories for kidstree